Monday, November 10, 2025

‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, ‘ছেলে’ মুখ্যমন্ত্রী চেয়ে বিতর্কিত টুইট অনুপম হাজরার

Date:

দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি(Narendra Modi) মুখে ‘নারী ক্ষমতায়নের’ গালভরা ভাষণ দিলেও বিজেপির(BJP) অন্দরে পুরুষতান্ত্রিক মানসিকতার বীজ ঢুকে রয়েছে অনেকখানি গভীরে। দেশের নানা প্রান্তে বহু বিজেপি নেতা সে প্রমাণ দিয়েছেন আগেই। এবার রাজ্য বিজেপি নেতা এবং বিশ্বভারতী প্রাক্তন অধ্যাপক অনুপম হাজরার মুখে শোনা গেল তেমনি বিতর্কিত এক মন্তব্য। সম্প্রতি এক টুইটে, রাজ্যে ‘ছেলে’ মুখ্যমন্ত্রী(chief minister) চাওয়ার পাশাপাশি তিনি বললেন, ‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে।’ অনুপম হাজরা(Anupam Hazra) ‘নারীবিরোধী’ এই মন্তব্য স্বাভাবিকভাবে গোটা রাজ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে।

আরও পড়ুন:‘বিরোধীশূন্য’ মন্তব্য নিয়ে বিজেপির তোপ, পালটা তৃণমূলের কংগ্রেসমুক্ত ভারত প্রসঙ্গ

বঙ্গ রাজনীতির আঙিনায় এই মুহূর্তে জোরকদমে শুরু হয়েছে প্রচার অভিযান। আর সেখানেই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি তৃণমূলের তরফে নতুন স্লোগান তোলা হয়েছে ‘বাংলা নিজের মেয়েকে চায়।’ তৃণমূলের স্লোগানের পাল্টা দিতে গিয়েই ‘সেম সাইড গোল’ করে বসতে দেখা গেল অনুপম হাজরাকে। রবিবার এক টুইটে তিনি লেখেন, ‘বাংলা নিজের ছেলেকেই মুখ্যমন্ত্রী চায়’, ‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’। বিজেপির এই ‘ছেলে’ মুখ্যমন্ত্রী কে? এ বিষয়ে বিজেপির তরফে অবশ্য স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে দ্বিতীয় উক্তিতে(‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’) গেরুয়া শিবিরের ‘নারী বিরোধী’ মনোভাব বেশ স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এহেন মন্তব্যে অনুপম হাজরা এটাই বোঝানোর চেষ্টা করছেন, ‘রাজ্যে মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে, মুখ্যমন্ত্রী আসনের জন্য নয়।’ অবশ্য এই টুইট করার কিছুক্ষণ পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে টুইটটি ডিলিট করে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।

অবশ্য বঙ্গ রাজনীতির ময়দানে বিভেদমূলক মন্তব্য প্রথমবার নয়, অনুপম হাজরার আগেই হিন্দু-মুসলিমে বিভাজন মূলক মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সম্প্রতি এক টুইটে তিনি লেখেন, ‘ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী হবেন বাংলার উপমুখ্যমন্ত্রী। বাম-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন আব্দুল মান্নান। এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাংলা কোন দিকে যাচ্ছে তা বাংলার মানুষকেই ভেবে দেখতে হবে।’

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version