Saturday, November 8, 2025

একবছর ক্লাস বন্ধ, তবু ফি বাড়ল কেন? বিক্ষোভ বিদ্যাসাগর কলেজে

Date:

ছিল  বছরে ২০ টাকা। একধাক্কায় তা বাড়িয়ে  করা হল ১০০০ টাকা। লকডাউনের (due to lockdown)জেরে প্রায় একবছর ক্লাস বন্ধ। তবুও এতটা পরিমাণ ফিও বাড়ল কলেজে। আর তা নিয়েই বিক্ষোভের জেরে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যাসাগর কলেজ (Vidyasagar College)। কলেজের সামনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে (protest of college students) শুরু করেন পড়ুয়ারা। বিদ্যাসাগর কলেজের মর্নিং বিভাগের ছাত্রীরা (morning section of vidyasagar college)এই বিক্ষোভে সামিল হয়েছেন।

সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ একটি নোটিস দিয়েছে। সেখানে বর্ধিত ফি-র কথা বলা হয়েছে। সেই পরিমাণ আগের থেকে অনেকটাই বেশি। জানা গিয়েছে, এতদিন পর্যন্ত যে ফি বছরে ২০ টাকা নেওয়া হত, তা এবার এক ধাক্কায় বাড়িয়ে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। এক বছর কলেজের ক্লাস না হওয়ার পরও কেন এ ভাবে টাকা বাড়ানো হল, তা নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। সোমবার ও মঙ্গলবারের মধ্যে এই ফি জমা দিতে বলা হয়েছে। সেই টাকা জমা দিতে নারাজ ছাত্রীরা। অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কলেজের গেট বন্ধ করে এ দিন সকাল থেকেই বিক্ষোভ চলছিল । পরে তারা কলেজ চত্বর ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। কলেজের তরফে অ্যাডমিশন ফি হিসেবে যে টাকা চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে লাইব্রেরি ফি, ল্যাবরেটরি ফি ইত্যাদি। বিক্ষোভকারী ছাত্রীদের দাবি, এক বছর যেহেতু তাঁরা বাড়িতেই ছিলেন, তাহলে এ সব টাকা কেন দেবেন। টিউশন ফি ও অ্যাডমিশন ফি ছাড়া আর কোনও টাকা তাঁরা দিতে রাজি নন। এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অন্তত ৪০০-৫০০ জন ছাত্রী।

পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ।  কলেজের তরফ থেকে আর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ওই ফি এখন ই দিতে হবে না। পরে দিলেও চলবে। কিন্তু  তাতেও আশ্বস্ত হননি ছাত্রীরা। তাঁদের দাবি ফি প্রত্যাহার করতে হবে। নইলে বিক্ষোভ চলবেই।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version