Sunday, November 9, 2025

মেট্রো উদ্বোধনের আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন পীযূষ গোয়েল

Date:

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতির আগুনে রীতিমতো জ্বলতে শুরু করেছে বাংলা। সেই আবহেই সোমবার নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর সঙ্গে থাকবেন দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েলও(Piyush Goyal)। তবে সেই অনুষ্ঠানের আগে সোমবার কালীঘাট মন্দিরে(Kalighat temple) এসে পুজো দিলেন দেশের রেলমন্ত্রী। পুজোর ডালায় ভরা ছিল শাড়ি, জবার মালা, ধূপধুনো।

বাংলায় বিজেপি নেতাদের রাজনৈতিক প্রচার কর্মসূচিতে বরাবরই বাড়তি প্রাধান্য পেয়েছে ‘পুজো নীতি’। অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যতবার রাজ্যে এসেছেন, পুজো দিয়েছেন কোনও না কোনও মন্দিরে। সেই ধারা অব্যাহত রেখে একাধিক কর্মসূচির মাঝে সময় বের করে সোমবার কালীঘাট চত্বরে দেখা মিলল রেলমন্ত্রী পীযূষ গোয়েলের। এদিন রেলমন্ত্রীর পুজোকে কেন্দ্র করে আটোসাটো নিরাপত্তা ছিল কালীঘাটে চত্বরে। নিজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সকালে যখন তিনি মন্দিরে এসে উপস্থিত হন সেই সময়টুকুর জন্য সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয় মন্দির প্রাঙ্গণে। ভিভিআইপি আয়োজনে মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দেন দেশের রেলমন্ত্রী।

আরও পড়ুন:তৃণমূল-বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গড়বে জোট : সূর্যকান্ত মিশ্র

অন্যদিকে, নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধনের আগে সোমবার সকালে বাংলায় একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি লেখেন, ‘এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক’।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version