Wednesday, August 27, 2025

বাঙালিতে বাঙালিতে ভেদাভেদ আর রাজনীতির মারপ্যাঁচ দেখে মানুষ ক্লান্ত, বিধ্বস্ত । কিছুটা সেই কারণেই বেঙ্গল ফোরাম ফর ইনটেলেকট অ্যান্ড কালচার BFIC আয়োজন করেছিল একটি আলোচনা চক্র রোটারি ক্লাবের সঙ্গে যৌথভাবে । একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে , রোটারি সদনে, বাংলা আর বাঙালি নিয়েই .. তবে একটু অন্যভাবে ।

গ্রাম্য উপভাষার অবহেলা থেকে হিন্দির আগ্রাসনের ভয় , রাজনৈতিক বনাম সাংস্কৃতিক বাঙালিযানা , ধর্ম না ভাষা .. বাঙালির কাছে কোনটা আগে , বাংলায় আরেকটা নবজাগরণের প্রয়োজন আর তার পথ কী .. বাঙালি পাঠক বা শ্রোতার রুচির বিবর্তন , পড়শি দেশ বাংলাদেশের তুলনায় আমরা নিজেদের মাতৃভাষা কে কতটা ভালবেসেছি.. বেশি বাঙালি হলে কি কম ভারতীয় হয়ে যাবো .. এমন কত প্রশ্ন নিয়ে উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায় । উত্তর দিচ্ছিলেন চন্দ্র কুমার বসু , ডাঃ কুনাল সরকার , ঋতব্রত ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায় , পাপিয়া অধিকারী , হরিপদ ভৌমিক , গৌতম দে , চন্দ্রাবলী রুদ্র দত্ত , মধুরিমা দত্ত চৌধুরী , দীধিতি চক্রবর্তী , নীলাঞ্জনা মজুমদার প্রমুখ । এছাড়াও ছিলেন বিশিষ্টরা, রোটারি সদন প্রেক্ষাগৃহ ভরে ।
‘ বাংলা, বাঙালি ও বাংলা ভাষা’ নিয়ে এই আলোচনায় মানুষের উৎসাহ ছিল বাঁধভাঙা । পরিশেষে আলোচনা থেকে উঠে এল যে, ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় । বাঙালি বা বাঙালিয়ানা নিয়ে হওয়া উচিত একটি আর্কাইভ , একটি পুরস্কার , বা একটি পাঠ্যক্রম । দেশে, প্রবাসে । কেন রাজনৈতিক নয় , সাংস্কৃতিক বাঙালিয়ানাটাই পথ এবং বিশ্বের ৩০ কোটি বাংলাভাষী মানুষ হয়ে উঠুক একটি বৃহৎ পরিবার । নতুন এক সূর্যোদয় দেখতে পাওয়া যাচ্ছে দিগন্তের সীমানায় । নতুন করে জেগে উঠুক সেই জাতি। যে ইতিহাসে বারবার ভারতকে পথ দেখিয়েছিল। ধর্ম-মত-জাতপাত-রাজনৈতিক বিভেদ ভুলে সবার উপর বাঙালি হোন, বাঙালিদের জয় অবশ্যম্ভাবী ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version