Thursday, August 28, 2025

আপনি ট্রেনের নিত্য যাত্রী? তাহলে এখন আর সহজে ট্রেন মিস করতে হবে না। যারা অফিসে যাত্রী বা যারা স্কুল-কলেজে যায় মাঝেমধ্যেই তাদের ট্রেন মিস করার সমস্যার সম্মুখীন হতে হয়। আর এবার তাঁদের সাহায্যে এগিয়ে এল পূর্ব রেল। সম্প্রতি একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে রেলের তরফ থেকে। সেই অ্যাপেই লোকাল ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন যাত্রীরা। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘শিয়ালদহ সুবারবন ট্র্যাকিং সিস্টেম’ (Sealdah Suburban Tracking System)।
করোনা অতিমারির ফলে দীর্ঘদিন স্তব্ধ থাকার সবে মাসখানেক আগে চালু হলো রেল। কিন্তু চালু হলেও ট্রেনের টাইমটেবিল বা স্টপেজের পরিবর্তন ঘটেছে। ফলে হয়রানির শিকার হয়েছেন অনেকেই। কারণ ট্রেন বাতিল কিংবা ট্রেনের সঠিক সময়, ঠিকমতো জানতে না পারায় অনেকেরই নিজেদের গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে। এছাড়াও ট্রেন দেরি করে আসা আছেই। ফলে পূর্ব রেলের এই অ্যাপ এবার সেই সমস্ত সমস্যা মেটাবে।

‘শিয়ালদহ সুবারবন ট্র্যাকিং সিস্টেম’ নামের এই অ্যাপ শিয়ালদহ ডিভিশনের যে কোনও স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেই যাত্রীরা ট্রেনের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
এছাড়াও জানা যাবে ট্রেনটি কোথা থেকে কোথায় যাবে, নির্ধারিত টাইম, বর্তমান অবস্থান, কত সময় লেটে চলছে, গন্তব্যে পৌঁছনোর সময়। লোকাল ট্রেন ছাড়াও মেল, এক্সপ্রেসের তথ্যও পাওয়া যাবে এই অ্যাপে।
এই অ্যাপ উদ্বোধনের পর শিয়ালদহ ডিআরএম এসপি সিং বলেন, জিপিএস বেসড ইনফরমেশন হওয়ায় প্রকৃত তথ্য মিলবে এবং সমস্যা মিটবে সাধারণ মানুষের।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছেন এই অ্যাপ।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version