Tuesday, August 26, 2025

মাঝে দু’দিনের বিরতি। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।  মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে ৯১ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ২০ পয়সা হয়েছে। রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ৯০ টাকা ৯৩ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ৩২ পয়সা। চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৯০ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ৩১ পয়সায় পৌঁছেছে। মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৩৪ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সায় পৌঁছেছে।

এদিকে আজ থেকেই পেট্রোল ডিজেলে ১ টাকা সেস কমিয়েছে রাজ্য সরকার। তবে দু’দিন এক জায়গায় থাকার পর আজ ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের। দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৯ ফেব্রুয়ারি থেকে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৬.৯৫ টাকা। ডিজেলের দাম ছিল ৭৭.১৩ টাকা। কিন্তু আজ পেট্রোলের দাম প্রতি লিটারে পিছু  ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩.৯৮ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৪.১৯ টাকা।

পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য, সেস থেকে ১ টাকা ছাড় দিচ্ছে রাজ্য। সোমবার মধ্যরাত থেকে যা রাজ্যে কার্যকর হয়েছে। ৯০ এর গণ্ডি পেরিয়েছে আগেই এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! ভোটের মুখে লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।  একাধিকবার এইনিয়ে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhaya)। সেস কমানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version