Saturday, May 3, 2025

মাঝে দু’দিনের বিরতি। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।  মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে ৯১ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ২০ পয়সা হয়েছে। রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ৯০ টাকা ৯৩ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ৩২ পয়সা। চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৯০ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ৩১ পয়সায় পৌঁছেছে। মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৩৪ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সায় পৌঁছেছে।

এদিকে আজ থেকেই পেট্রোল ডিজেলে ১ টাকা সেস কমিয়েছে রাজ্য সরকার। তবে দু’দিন এক জায়গায় থাকার পর আজ ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের। দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৯ ফেব্রুয়ারি থেকে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৬.৯৫ টাকা। ডিজেলের দাম ছিল ৭৭.১৩ টাকা। কিন্তু আজ পেট্রোলের দাম প্রতি লিটারে পিছু  ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩.৯৮ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৪.১৯ টাকা।

পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য, সেস থেকে ১ টাকা ছাড় দিচ্ছে রাজ্য। সোমবার মধ্যরাত থেকে যা রাজ্যে কার্যকর হয়েছে। ৯০ এর গণ্ডি পেরিয়েছে আগেই এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! ভোটের মুখে লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।  একাধিকবার এইনিয়ে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhaya)। সেস কমানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার।

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version