Sunday, November 9, 2025

ভোটের আগে একে অপরের বিরুদ্ধে ‘বোমা’ ফাটাচ্ছেন রুদ্রনীল-জটু লাহিড়ী

Date:

আর মাত্র কয়েকমাস তারপরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই চলছে সব পক্ষের প্রচার। তারই মধ্যে হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে বিবাদ তুঙ্গে। জনসভা ও কর্মসূচীতে একে অপরের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জটু লাহিড়ী এবং গেরুয়া শিবিরের রুদ্রনীল ঘোষ। জটু লাহিড়ী বলেন, নিশ্চিতভাবে তিনি বিধায়ক হিসেবে ফিরে আসবেন।

রুদ্রনীল এদিন হাওড়ায় বিজেপির হয়ে প্রচারের এসে জটু লাহিড়ীকে বিরুদ্ধে তোপ দেগে বলেন, “পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। এটা ভূগোলে আছে। কিন্তু হাওড়ায় সেই ভূগোল উল্টে গেছে। এখানে এক ভাগও জল নেই। সব বুজে গেছে। আর যেটুকু ফাঁকা স্থল আছে, সেটাও বুজে প্রমোটিং হয়ে গেছে কিছু বিধায়ক ও কাউন্সিলরের সৌজন্যে।” বিশেষ করে শিবপুর বিধানসভা কেন্দ্রে এই ঘটনা বেশি করে হয়েছে বলে রুদ্রনীলের অভিযোগ। এরপর বিধায়ক জটু লাহিড়ীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে তাঁর বক্ত্যব্য, “এই এলাকার রাম ঠাকুরের পুকুর চুরি করে নিয়েছেন জটু বাবু।”

আরও পড়ুন-সিবিআই আসার আগে আচমকা অভিষেক-রুজিরার বাড়িতে মমতা

রুদ্রনীলের অভিযোগ নিয়ে বলতে গিয়ে জটু লাহিড়ী দাবি করেন, তার কেন্দ্রে কোনও পুকুর ভরাট হয়নি। বরং বহু পুকুর ও জলাশয় রক্ষা করেছেন তিনি নিজে। এদিন রুদ্রনীলকে ‘জোচ্চোর’ বলেও কটাক্ষ করেন শিবপুরের বিধায়ক। তিনি বলেন, “হাওড়ার নরসিংহ দত্ত কলেজের টাকা তছরূপ করেছে একসময় বামেদের সমর্থনে থাকা এই অভিনেতা।” এটুকুতেই থেমে জাননি জটু লাহিড়ী। তিনি আরও বলেন, “রাজ্য সরকারের থেকে তিন লক্ষ টাকা করে নিয়েছে রুদ্রনীল। সরকার মহানুভবতা দেখিয়েছে, কিন্তু সে কোনও কাজ করেনি।”

শিবপুর কেন্দ্রে রুদ্রনীল বিজেপিত প্রার্থী হলে তিনি কি হারাতে পারবেন? এই প্রশ্নের উত্তরে শিবপুরের বিধায়কবলেন, তাঁর নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস আছে। মানুষ তাঁকে ভালবাসে ও সমর্থন করে। তাই তিনি আবার জয়লাভ করবেন। তবে রুদ্রনীল এনিয়ে কোনও মন্তব্য করেননি। তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশে রুদ্রনীল বলেছেন ,”এখনও সময় আছে এমন কিছু করবেন না যে সরকার বদলের পর মানুষ আপনাদের ঘৃণার চোখে দেখে।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version