Friday, August 29, 2025

এবার বেসুরো হাওড়ার সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সোমবার বিধায়কদের দলীয় প্রেস কনফারেন্সের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, তৃণমূলের এই নতুন স্লোগান-নির্ভর কর্মসূচি নিয়ে সোমবার জেলার নেতৃত্ব বৈঠকে বসেছিলেন। সেখানেই দলের বিরুদ্ধে কথা বলেন শীতল সর্দার। জেলার বিভিন্ন অনুষ্ঠান, ডুমুরজলার মহাসভা, মিছিল– কোনও অনুষ্ঠানের দলের বর্ষীয়ান বিধায়ককে ডাকা হয়নি বলে দাবি করেছেন তিনি। সেই মিছিলগুলিতে বিধায়করা থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়নি বলে দুঃখপ্রকাশ করেছেন বিধায়ক ।
যদিও জেলা নেতৃত্ব তাঁর অভিযোগকে উড়িয়ে দিয়েছে।
এই বিষয়ে হাওড়া জেলার মন্ত্রী ও জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেছেন, ‘সাঁকরাইল যেহেতু গ্রামীণ এলাকার মধ্যে পড়ে তাই হয়তো তাঁকে ডাকা হয়নি। তিনি গ্রামীণ কমিটিতে রয়েছেন। তাঁকে সব অনুষ্ঠানেই ডাকা হয়। এই অভিযোগগুলি ঠিক না। উনি কেন এমন বলছেন তা জানি না। আমি এ বিষয়ে কথা বলব ওঁর সঙ্গে।’
জানা গিয়েছে , ডুমুরজলা মহাসভায় গ্রামীণ অঞ্চলের একাধিক বিধায়ক অংশ নিয়েছিলেন। সমীর পাঁজা, নির্মল মাজির মতো অনেকেই ছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু সেখানেই ডাক পাননি শীতল সর্দারের মতো বর্ষীয়ান বিধায়ক। এবং গ্রামীণ সভাপতি হীরক রায়কেও ডাকা হয়নি বলে অভিযোগ। শীতল সর্দার মিটিংয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version