Wednesday, August 27, 2025

জোটের ‘জট’ খুলছে না। ক্ষুব্ধ আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে বামেদের জোটের জট কাটলেও জট কিছুতেই কাটতে চাইছে না কংগ্রেসের সঙ্গে। জোট তৈরিতে বিলম্ব একেবারে নাপসন্দ আব্বাসের। তিনি তা মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছেন। বাম-কংগ্রেসকে তিনি একরকম হুঁশিয়ারি দিয়ে বলছেন, ‘‌বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা বিধানসভায় লড়তে চাই। কিন্তু জোট ভেঙে গেলে একাই লড়াই করব।’

আরও পড়ুন-২৮-এর ব্রিগেডে আসছেন তেজস্বী যাদব, এন্টালি, জোড়াসাঁকোয় লড়বে RJD

এখনও আসন রফা না হওয়ায় নবান্ন (Nabanna) দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ছে জোট। যা নিয়ে মঙ্গলবার ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে আব্বাসকে। গতকাল কলকাতার ওয়াই চ্যানেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিবাদ সভায় আব্বাস সিদ্দিকি বলেন, ‘‌আশা করছি জোট হবে। তবে জোটের বিষয়ে কোনও সমস্যা হলে নিজেদের মতো করেই পথ চলতে হবে।’‌এদিন জনতার থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিদ্দিকির বক্ত্যব্য, ‘‌আমরা একা নই, লড়াই করতে হলে অনেক ছোট ছোট দল আমাদের সঙ্গে থাকবে। তাদের নিয়েই লড়াই করব।’

আরও পড়ুন-গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস, পায়ে বড়সড় চোট

এহেন অবস্থায় আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin owaisi) AIMIM ও ঝাড়খণ্ড পার্টির মতো দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন আব্বাস। কংগ্রেস ও বামফ্রন্টের সঙ্গে জোট না হলে যে বিকল্প দরজা খোলা রাখছেন, তা আব্বাস পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস সূত্রে খবর, আব্বাসের দলের আসনের তালিকা পছন্দ হয়নি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। সেই তালিকায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জেতা আসন থাকায় বেজায় ক্ষুব্ধ তিনি। তাই জোট নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version