Friday, November 14, 2025

এবার করোনা-টিকা ষাটোর্ধ্বদের, বেসরকারি ক্ষেত্রে দাম দিতে হবে, ঘোষণা কেন্দ্রের

Date:

সারা দেশজুড়ে করোনাভাইরাসের প্রথম ধাপের টিকাকরণ শেষের পথে। পয়লা মার্চ থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপের টিকাকরণ। কেন্দ্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের টিকাকরণ হবে ষাটোর্ধ্বদের এবং যাঁদের ৪৫ বছর বয়স এবং কোমর্বিডিটি রয়েছে তাঁদের। এছাড়াও এবার ২০,০০০ বেসরকারি হাসপাতালে মিলবে করোনার ভ্যাকসিন। তবে তার জন্য টাকা লাগবে।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর জানিয়েছেন, দেশজুড়ে ১০,০০০ সরকারি হাসপাতালে মিলবে করোনার ভ্যাকসিন। পাশাপাশি দ্বিতীয় ধাপের টিকাকরণের সময় অর্থাৎ পয়লা মার্চ থেকে ২০,০০০ বেসরকারি হাসপাতালেও মিলবে করোনাভাইরাসের ভ্যাকসিন। তবে সরকারি হাসপাতাল থেকে নিখরচায় টিকা পাওয়া গেলেও বেসরকারি হাসপাতালে টাকা দিয়েই নিতে হবে করোনা ভ্যাকসিন। তবে এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিলে কত দাম দিয়ে তা কিনতে হবে। জাভেড়কর জানাচ্ছেন, কিছু দিনের মধ্যেই সেই দাম ঠিক করে দেওয়া হবে।

আরও পড়ুন-শরীরের তাপমাত্রা কত হলে ভোটাররা দিতে পারবেন ভোট? জানাল কমিশন

দ্বিতীয় ধাপে ২৭ কোটি মানুষকে দেওয়া হবে করোনা টিকা। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ। প্রথম ধাপে প্রধানত সামনের সারির করোনা যোদ্ধাদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন।

ভারত এখনও অবধি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য দুটি ভ্যাকসিন অনুমোদন করেছে। কোভিশিল্ড (অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা নির্মিত, এবং পুনের সিরাম ইনস্টিটিউট দ্বারা উত্পাদিত) এবং কোভাক্সিন (হায়দরাবাদ ভারত বায়োটেকের তৈরি)। তৃতীয়, রাশিয়ার স্পুটনিক ভি-ও জরুরি অবস্থার জন্য আবেদন করেছে। এটি বুধবার একটি SEC অর্থাৎ বিষয় বিশেষজ্ঞ কমিটি (subject expert committee) বিবেচনা করবে। স্পুটনিক ভি, যা দেশের ১৬০০ জনের ওপর প্রয়োগ করা হয়েছে। ট্রায়াল চলছে। স্পুটনিক ভি-এর কার্যকারিতা হার ৯১.৬ শতাংশ, যা কোভিশিল্ডের চেয়ে ৭০ শতাংশ বেশি।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version