Wednesday, August 27, 2025

এবার ‘ভয়ঙ্কর খেলা’ হবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ‘খেলা শুরুর’ সময়ও বেঁধে দিলেন তিনি। বীরভূমের বোলপুর তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। বুধবার ছিল সেই খেলার শেষ দিন। ছিল ফাইনাল। ফাইনাল খেলাতে যোগ দিতেই এদিন বোলপুরের ডাকবাংলো মাঠে যান অনুব্রত মণ্ডল। তারপর তাঁকে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায়। মারেন ছক্কাও। এরপরই অনুব্রত বলেন, ভোট ময়দানেও ‘খেলা হবে’।

অনুব্রত মণ্ডল এদিন বলেন, “খেলা শুরু করেছিলাম শিবতলার মাঠে। মনে আছে, কটা বাজছে? ৯টার পর খেলা শুরু করব। ভয়ঙ্কর খেলা। ২০১৭ সাল থেকে খেলা আরম্ভ করেছি।” প্রসঙ্গত, ২০১৭ সালে বোলপুরের শিবপুর মৌজা জমি আন্দোলনের সময় বীরভূম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিত্রকে ঘড়ি দেখিয়ে অনুব্রত মণ্ডলকে ‘ভয়ঙ্কর খেলার’ হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল। সেবার অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন, “তাণ্ডবলীলা আমি খেলে দেব। ভয়ঙ্কর খেলে দেব। কটা বাজছে ঘড়িতে? ৩টে ১৫ বাজছে। ৭ পর্যন্ত সময় দিলাম। ৯টার মধ্যে ঢুকে যাব। একজনেরও বাড়িঘর রাখব না। চুরমার করে দেব। অবিলম্বে গ্রেফতার করুন। কোনও অজুহাত শুনব না। নইলে ৯টার ভিতর বাড়িঘর ভেঙে আমি জ্বালিয়ে দেব।”

আরও পড়ুন-বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়া -আমর্হাস্ট্র স্ট্রিট

আসন্ন বিধানসভা ভোট আবহে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে একেবারে সরগরম বঙ্গ। ঠিক এই সময় আরও একবার সেই পুরনো প্রসঙ্গ মনে করিয়ে দিলেন তৃনমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এদিন হুগলির ডানলপ সাহাগঞ্জের জনসভাতেও ‘খেলা হবে’ হুঙ্কার দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version