Monday, November 3, 2025

ব্যাপক বোমাবাজি ভাটপাড়ায়, তবে কি নাড্ডার সফর বাতিল?

Date:

ফের বোমাবাজি ভাটপাড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর বুধবার ফের পশ্চিমবঙ্গে এসেছেন জেপি নাড্ডা (JP Nadda)। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত একাধিক কর্মসূচিতে সাজানো তার এই সফর। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বারাকপুরে রথযাত্রা কর্মসূচি সূচনা করার কথা। তার আগেই বোমাবাজি ভাটপাড়ায়। এদিন বাইশ নম্বর ওয়ার্ডের পুর প্রশাসকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে খবর। বিজেপির বিদায়ী কাউন্সিলর খুশবু নিসার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাড়ির কাছে পাওয়ার হাউজ মোড়েও চারটি বোমা পড়ে। তবে এই বোমাবাজির জেরে নাড্ডার সফর বাতিল কিনা তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার বারাকপুরের ঘোষপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করার কথা নাড্ডার। জানা গিয়েছে, এই সংক্রান্ত পোস্টার, ব্যানার লাগাচ্ছিলেন বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, সেই সময়ই হামলা চালায় তৃণমূল ঘনিষ্ঠ একদল দুষ্কৃতী। চলে মারধর। কিন্তু তৃণমূল পাল্টা দাবি করেছে, বিজেপিই তাদের মিছিলে হামলা চালায়। এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে। বাইশ নম্বর ওয়ার্ডে দলের পার্টি অফিসেও চলে ব্যাপক বোমাবাজি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জগদ্দল থানার পুলিশ। উল্লেখ্য, প্রথমে বারাকপুরে রথযাত্রা কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। পরে মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত এই পরিবর্তন যাত্রার কথা জানা গিয়েছে।

আরও পড়ুন-ব্যারাকপুরে নাড্ডার পরিবর্তন যাত্রায় “না” পুলিশের, আদালতে যাচ্ছে বিজেপি

অন্যদিকে ঘোষপাড়া দিয়ে বিজপের পরিবর্তন রথযাত্রা বেরোনোর ছিল। কিন্তু তাতে অনুমতী দেয়নি পুলিশ। বোমাবাজিতে দুই দলের প্রায় ৪ জন গুরুতর জখম হয়েছে বলে খবর। আহতদের ২ জনকে ভর্তি করা হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে দুই পক্ষই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...
Exit mobile version