Wednesday, November 5, 2025

ভোটে চমক দিতে নির্বাচন কমিশনের বুথ অ্যাপ! থাকবে ভোটারের সব তথ্য

Date:

বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী দুই পক্ষেই। আরেক পক্ষও নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, তারা নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের আগে বুথ অ্যাপ (Booth App) আনতে চলেছে তারা। অ্যাপটি তৈরি করা হয়েছে প্রিজাইডিং অফিসারদের জন্য। ইতিমধ্যেই এই অ্যাপটির বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে কমিশন। প্রিজাইডিং অফিসারের স্মার্টফোনে এই অ্যাপ রাখা বাধ্যতামূলক বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই অ্য়াপ চালুর হলে নির্বাচনের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করবে।

কমিশন সূত্রে খবর, আপাতত বুথ অ্যাপ চালু করার প্রক্রিয়া পরিকল্পনার পর্যায়ে রয়েছে। এই অ্যাপের প্রধান উদ্দেশ্য হল নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে পরিচালনা করা। মূলত নির্বাচনে স্বচ্ছতা আনতেই এই বুথ অ্যাপ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। ২০১৯ সালের নির্বাচনে উত্তরপ্রদেশের ৫টি, মহারাষ্ট্র, বিহার ও পঞ্জাবের 3টি বুথে পরীক্ষামূলক ভাবে বুথ অ্যাপ ব্যবহার হয়। এবার বাংলার বিধানসভা নির্বাচনেও এই অ্যাপ ব্যবহার হতে পারে।

আরও পড়ুন-হিন্দু বিধবার সম্পত্তিতে অধিকার তাঁর বাপের বাড়ির পরিবারেরও: রায় সুপ্রিম কোর্টের

কমিশন সূত্রে খবর, ভোটার স্লিপে একটি কিউআর কোড (QR Code) থাকবে। প্রিজাইডিং অফিসারের ফোনে থাকা বুথ অ্যাপে সেই কোড স্ক্যান করলেই ভোটারের সব তথ্য মিলবে। তার ফলে নথি, তালিকা দেখে ভোটারদের নাম মেলানোর প্রয়োজন হবে না। ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজটাও খুব সহজ হয়ে যাবে বলে আশা কমিশনের।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version