Monday, November 3, 2025

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দেওয়া হল। বৃহস্পতিবার এই অনুমতি দিল লন্ডনের একটি আদালত। এমনকি  ‘নীরব মোদির আত্মহত্যার প্রবণতার বিষয়টিও দেখেছি’ বলে জানিয়েছে লন্ডনের আদালত। কিছুদিন আগেই নীরব হুমকি দিয়েছিলেন ‘ভারতে ফেরানো হলে তিনি আত্মহত্যা করবেন’।  তাই এই বিষয়টি নিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছে আদালত। এই মামলায় এমন তথ্যপ্রমাণ আছে যার কারণে অতি সহজেই মোদিকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারক স্যামুয়েল গুজি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে নীরব মোদির বিরুদ্ধে। আজ ভার্চুয়াল মাধ্যমে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে হাজিরা দেন নীরব মোদি। এদিনের শুনানিতে ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারক স্যামুয়েল গুজি ভারতে তাঁর প্রত্যপর্ণের পক্ষে রায় দিয়েছে। বিচারক স্যামুয়েল গুজি এদিন শুনানিতে জানিয়েছেন, মুম্বইয়ের আর্থার রোড জেলে পর্যাপ্ত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে নীরব মোদিকে। জেলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। বিচারক মোদির বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ থাকার কথাও উল্লেখ করেছেন। তাঁর কথায় এর মধ্যে অনেক কিছু ভারতের বিচারাধীন বিষয়।

নীরব মোদির ভারতে ফেরার সম্ভাবনা নিয়ে বহুদিন ধরেই চাপানউতোর চলছিল। এদিনের রায়ে তার অবসান ঘটল। ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী  নীরবের বিরুদ্ধে। সে বছরই ইডি নীরব মোদিকে ভারতে চেয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায়। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৯ সালের ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দু’বছর ধরে নীরবের ভারত-প্রত্যর্পণ নিয়ে মামলা চলছিল লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ আদালতে ।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version