Saturday, May 3, 2025

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দেওয়া হল। বৃহস্পতিবার এই অনুমতি দিল লন্ডনের একটি আদালত। এমনকি  ‘নীরব মোদির আত্মহত্যার প্রবণতার বিষয়টিও দেখেছি’ বলে জানিয়েছে লন্ডনের আদালত। কিছুদিন আগেই নীরব হুমকি দিয়েছিলেন ‘ভারতে ফেরানো হলে তিনি আত্মহত্যা করবেন’।  তাই এই বিষয়টি নিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছে আদালত। এই মামলায় এমন তথ্যপ্রমাণ আছে যার কারণে অতি সহজেই মোদিকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারক স্যামুয়েল গুজি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে নীরব মোদির বিরুদ্ধে। আজ ভার্চুয়াল মাধ্যমে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে হাজিরা দেন নীরব মোদি। এদিনের শুনানিতে ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারক স্যামুয়েল গুজি ভারতে তাঁর প্রত্যপর্ণের পক্ষে রায় দিয়েছে। বিচারক স্যামুয়েল গুজি এদিন শুনানিতে জানিয়েছেন, মুম্বইয়ের আর্থার রোড জেলে পর্যাপ্ত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে নীরব মোদিকে। জেলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। বিচারক মোদির বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ থাকার কথাও উল্লেখ করেছেন। তাঁর কথায় এর মধ্যে অনেক কিছু ভারতের বিচারাধীন বিষয়।

নীরব মোদির ভারতে ফেরার সম্ভাবনা নিয়ে বহুদিন ধরেই চাপানউতোর চলছিল। এদিনের রায়ে তার অবসান ঘটল। ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী  নীরবের বিরুদ্ধে। সে বছরই ইডি নীরব মোদিকে ভারতে চেয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায়। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৯ সালের ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দু’বছর ধরে নীরবের ভারত-প্রত্যর্পণ নিয়ে মামলা চলছিল লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ আদালতে ।

Related articles

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...
Exit mobile version