Friday, November 14, 2025

টার্গেট রেজ্জাক মোল্লা ! ভাঙড়ে জোটের প্রার্থী আব্বাসের ভাই নৌশাদ, জল্পনা তুঙ্গে

Date:

অনেক দেরিতে হলেও যেন ‘বদলা’-ই নিতে চাইছে আলিমুদ্দিন৷ বামফ্রন্ট সরকারের দুঁদে মন্ত্রী সিপিএমের আবদুর রেজ্জাক মোল্লা (Abdur Rejjak Molla) ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত টানা সিপিএম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ক্যানিং-পূর্ব আসন থেকে৷ ২০১১-র পরিবর্তনের ভোটে নিজের আসন ধরে রাখতে পেরেছিলেন যে ক’জন বামমন্ত্রী, তার একজন ছিলেন এই রেজ্জাক মোল্লা ৷ দলের সঙ্গে মতবিরোধ হওয়ায় আলিমুদ্দিন তাঁকে বহিষ্কার করে৷

এর পর ২০১৬-র ফেব্রুয়ারিতে রেজ্জাক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের (TMC) সাথে হাত মিলিয়েছিলেন। ওইবছরের ভোটে তিনি বিধায়ক নির্বাচিত হন ভাঙড় (Bhangor) কেন্দ্র থেকে৷ পরে মন্ত্রীও হন৷ একুশের ভোটে (WB assembly election 2021) রেজ্জাক মোল্লাকে ‘শিক্ষা’ দিতে কৌশলি চাল দিয়েছে সিপিএম৷ রেজ্জাক মোল্লা এবারও ওই একই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন ধরে নিয়ে বাম-কংগ্রেসের জোটসঙ্গী আব্বাস সিদ্দিকির দলকে ওই আসন ছাড়ছে সিপিএম৷ আর শোনা যাচ্ছে, জোটের প্রার্থী হিসাবে  ভঙড় বিধানসভা কেন্দ্রে লড়াই করতে নামছেন আব্বাস সিদ্দিকির ভাই নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)৷

নৌশাদ সিদ্দিকি ISF সংগঠনের চেয়ারম্যান৷ সূত্রের খবর, এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটের সংখ্যা বেশি থাকা এবং বিধানসভা কেন্দ্রটির নিয়ন্ত্রক যেহেতু সংখ্যালঘুরাই, সেই কারনেই আব্বাসের (Abbas Siddiqui) দল আইএসএফকে (ISF) আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বামেরা৷ আলিমুদ্দিন নিশ্চিত, নৌশাদের সঙ্গে লড়তে নামলে এবার নিদারুণভাবেই পরাজিত হবেন প্রাক্তণ সিপিএম মন্ত্রী, বর্তমানে তৃণমূলের মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা৷ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অবশ্য এবিষয়ে স্পষ্ট কিছু বলেনি৷। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা

গত ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই ভাঙড় কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা। হেরে যান সিপিএম প্রার্থী রাশিদ গাজি। জোটের প্রশ্নে কতখানি আন্তরিক তা বোঝাতেই আলিমুদ্দিন এই আসন ছাড়তে চলেছে আব্বাসের আইএসএফকে৷ ওদিকে সূত্রের খবর, বুধবার রাতে আসন রফা নিয়ে ফের বৈঠকে বসে বাম, কংগ্রেস, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের নেতৃত্ব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে এবারের নির্বাচনের আকর্ষণের কেন্দ্র নন্দীগ্রাম ইতিমধ্যেইআব্বাসকে দিয়েছে বামেরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version