Thursday, December 25, 2025

নন্দীগ্রামে বাম-কং জোটের প্রার্থী তাঁর পরিবারের কেউ, ঘোষণা আব্বাস সিদ্দিকি’র

Date:

Share post:

শিরোনামে নন্দীগ্রাম ৷

শরিক আব্বাস সিদ্দিকির আইএসএফ-কে (ISF) ইতিমধ্যেই নন্দীগ্রাম আসন ছাড়ার কথা ঘোষণা করেছে বাম-কং জোট৷

আর শুক্রবার আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) নিজেই জানালেন, আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম (Nandigram) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সিদ্দিকি পরিবারের কেউ একজন প্রার্থী হচ্ছেন। তবে এদিন প্রার্থীর নাম তিনি বলেননি৷

বামফ্রন্ট ও কংগ্রেসের (Left & congress) জোটে সামিল হয়েছে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট৷ বামেদের সঙ্গে আসন ভাগাভাগি সম্পূর্ণ ৷ বামেরা ISF-কে ৩০ আসন ছেড়েছে৷ কংগ্রেসের কাছ থেকে ২৫-৩০ আসন পেলেই সন্তুষ্ট আব্বাস৷ এদিন এমনই জানিয়েছেন তিনি নিজে৷
বামেরা যে আসনগুলি ISF-কে ছেড়েছে তার অন্যতম নন্দীগ্রাম ৷ পূর্ব মেদিনীপুরের এই আসনটিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছে ফ্রন্ট শরিক সিপিআই। একাধিক বৈঠকের পর ফ্রন্ট শরিক সিপিআই নন্দীগ্রাম আসন আব্বাসের ISF-কে ছেড়ে দিয়েছে৷

এদিন, এক সাংবাদিক বৈঠকে আব্বাস সিদ্দিকি বলেছেন, নন্দীগ্রাম আসনে তাঁর দল লড়াই করবে। আর এরপরই তিনি বলেন, “নন্দীগ্রাম কেন্দ্র থেকে জোটের ISF প্রার্থী দিচ্ছে। আমার পরিবারের খুব ঘনিষ্ঠ একজন সদস্য নন্দীগ্রামে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছে। সে এই ব্যাপারে খুব ‘সিরিয়াস’। মনে হয় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তার কিছু ক্ষোভ রয়েছে। তাঁকেই প্রার্থী করা হবে”৷

প্রসঙ্গত, এই নন্দীগ্রাম কেন্দ্রেরই বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary)৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে শুভেন্দু ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷

আর তার পরই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা এক জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এই ঘোষণার পরই নন্দীগ্রামে মমতা- শুভেন্দুর দ্বিমুখী লড়াইয়ের আবহ তৈরি হয়৷ আর তার মাঝেই
বাম-কংগ্রেস মহাজোটের তরফে আব্বাস সিদ্দিকির চমকপ্রদ ঘোষণা, “নন্দীগ্রাম আসনে প্রার্থী হবেন তাঁর ‘পরিবারের কেউ”।

আরও পড়ুন- করোনার জেরে পরীক্ষা হয়নি, সরকারি হাসপাতালে ইন্টার্ন সংকট

Advt

spot_img

Related articles

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...