Wednesday, May 14, 2025

দড়ি বেঁধে অটো টানলেন শশী, তেলের মূল্য বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ দেশজুড়ে

Date:

পেট্রোল-ডিজেলের(petrol diesel) সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগত দাম বেড়ে চলেছে রান্নার গ্যাসের। প্রতিদিন ব্যাপক মূল্য বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। প্রতিবাদে সরব দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রতিবাদের পর এদিন গোটা দেশে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখর হয়ে উঠল একাধিক বিরোধী নেতৃত্ব। শুক্রবার তিরুবন্তপুরমের সংসদ শশী থারুরের নেতৃত্বে অটোতে দড়ি বেঁধে সেই অটো টানতে টানতে নিয়ে যাওয়া হল। অন্যদিকে আবার তেলের মূল্য বৃদ্ধিতে সাইকেলে চড়ে বিহার বিধানসভার দিকে রওনা দিলেন তেজস্বী যাদব। সবমিলিয়ে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে চাপে ফেলার চেষ্টায় কোনও ত্রুটি রাখলো না দেশের বিরোধিরা।

কেন্দ্রে মোদি সরকারের বিরোধিতায় সর্বদাই সরব হয়ে উঠছে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে(Shashi Tharoor)। সেই ধারা অব্যাহত রেখে জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক অভিনব পন্থা অবলম্বন করেন তিনি। শুক্রবার কেরল সেক্রেটারিয়েটের সামনে একটি অটোতে দড়ি বেঁধে টানতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। তার সঙ্গে হাত লাগান কংগ্রেসের একাধিক কর্মী। প্রতিবাদে খামতি ছিল না লালু পুত্র তেজস্বী যাদবের ও (Tejaswi Yadav)। সম্প্রতি বাজেট অধিবেশন চলছে বিহার বিধানসভায়। পেট্রোল-ডিজেলের ব্যাপক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সেই অধিবেশনে যোগ দিতে এদিন সাইকেলকে হাতিয়ার করেন তেজস্বী। দীর্ঘ পথ সাইকেল চালিয়ে বিধানসভায় পৌঁছান তিনি।

আরও পড়ুন:চেন্নাই-মঙ্গলাপুরম এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ জিলেটিন স্টিক সহ ৩৫০ ডিটোনেটর

উল্লেখ্য পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই সরব হয়ে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি ছেড়ে ইলেকট্রিক স্কুটারে তিনি কালিঘাট থেকে নবান্নের পথ ধরেন। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। যাওয়ার সময় ফিরহাদ এর পিছনের সিটে বসতেও আসার সময় নিজেই স্কুটি চালিয়ে বাড়ি ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল...

কানাডার বিদেশমন্ত্রী পদে ভারতীয় বংশোদ্ভূত অনিতা! ভারতের সম্পর্ক মেরামতির পালা

কানাডায় জাস্টিন ট্রুডো সরকারের পতনের পরে খালিস্তানি জঙ্গিদের সেখানে আশ্রয় নেওয়ার পালায় খানিকটা ইতি টানা গিয়েছে। প্রধানমন্ত্রী মার্ক...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৪ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৪৭৫ ₹ ৯৪৭৫০ ₹খুচরো পাকা সোনা ৯৫২০ ₹ ৯৫২০০...

যুবসমাজের মধ্যে নেশার কী প্রভাব প্রীতমের মৃত্যু তার নমুনা: আক্ষেপ দিলীপের

স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুতে শোকাহত বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...
Exit mobile version