সামনে স্কুটিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি(central minister Shriti Irani)। তার পিছনে ৫০- ৬০ টি বাইক বাহিনী। তারও পিছনে বিজেপির পরিবর্তন রথে সওয়ার রূপা গঙ্গোপাধ্যায় ( Rupa Ganguly)। শুক্রবার এভাবেই দক্ষিণ কলকাতায় দাপিয়ে বেড়াল বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani)। তাঁর পিছনে এল আরও ৫০-৬০ টি বাইক। উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান। তারওপরে অনেকটা পিছনে বিজেপির রথে চড়ে এলেন এলেন রূপা গঙ্গোপাধ্যায়। গড়িয়াতে পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে এভাবেই অভিনবত্বের ছাপ রাখলেন স্মৃতি ইরানি।
বিজেপি সূত্রে খবর, স্মৃতি ইরানি কোথাও কোথাও রথেই এলাকা ঘুরবেন। কোথাও আবার স্কুটি চালিয়ে যাবেন। স্মৃতির জানিয়েছেন, “স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে রথের রুট নিয়ে আপত্তি করছে। ঢিলেমি করছে। তাই স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছি। মানুষের কাছে পৌঁছবই আমরা। বাংলায় আসল পরিবর্তন হবেই।’