Tuesday, May 6, 2025

রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

Date:

রাজ্যে ভোটের (West Bengal Assembly Election 2021) দিন ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে কার্যকর  হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি।  এদিনই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ  নিয়ে নির্বাচন  কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি নেতৃত্ব (Bengal BJP)। বিজেপির অভিযোগ, পুলিশের মদতে তৃণমূল ভোটের সময় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। নিজেদের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অবাধে ভোট লুঠ করার চেষ্টা করছে।

এ দিন রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাতে যান বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কমিশনে লিখিত নালিশ জানিয়ে বেরোনোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা দাবি করেন, ৮০ বছরের উর্ধ্ব বয়স্ক মানুষদের ঘরে গিয়ে ব্যালটে করে যে ভোট সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে রাজ্য পুলিশও যাবে বলে আশঙ্কা। বিজেপির দাবি, তৃণমূল সরকার পুলিশকে রাজনৈতিক এজেন্ট হিসেবে ব্যবহার করছে। তাঁদের আশঙ্কা, পুলিশ চাপ সৃষ্টি করতে পারে। তাই রাজ্য পুলিশকে না পাঠিয়ে যেন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় ।

বিজেপি অভিযোগ জানিয়েছে শহরের পুলিশ কমিশনারের বিরুদ্ধেও। গত চারদিন ধরে কলকাতার নগরপালের সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও অনুমতি মিলছে না বলে অভিযোগ । এমন কিছু পুলিশ অফিসার রয়েছেন যারা পক্ষপাতদুষ্ট, তাঁদের বিষয়ে অভিযোগ জানাতে চাওয়া হলেও সৌমেন মিত্র কথা বলতে চাইছেন না, এমনটাই দাবি বিজেপির। এ ছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোট পরিচালনার বিরোধিতা করা হয়েছে । বিষয়টি নিয়ে আগেও একবার আপত্তি তুলেছিল বিজেপি। অভিযোগ জানানো হয়েছে পরিবর্তন যাত্রার ট্যাবলো থেকে এলইডি লাইট চুরি নিয়েও।

Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...
Exit mobile version