Tuesday, August 26, 2025

রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

Date:

রাজ্যে ভোটের (West Bengal Assembly Election 2021) দিন ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে কার্যকর  হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি।  এদিনই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ  নিয়ে নির্বাচন  কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি নেতৃত্ব (Bengal BJP)। বিজেপির অভিযোগ, পুলিশের মদতে তৃণমূল ভোটের সময় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। নিজেদের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অবাধে ভোট লুঠ করার চেষ্টা করছে।

এ দিন রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাতে যান বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কমিশনে লিখিত নালিশ জানিয়ে বেরোনোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা দাবি করেন, ৮০ বছরের উর্ধ্ব বয়স্ক মানুষদের ঘরে গিয়ে ব্যালটে করে যে ভোট সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে রাজ্য পুলিশও যাবে বলে আশঙ্কা। বিজেপির দাবি, তৃণমূল সরকার পুলিশকে রাজনৈতিক এজেন্ট হিসেবে ব্যবহার করছে। তাঁদের আশঙ্কা, পুলিশ চাপ সৃষ্টি করতে পারে। তাই রাজ্য পুলিশকে না পাঠিয়ে যেন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় ।

বিজেপি অভিযোগ জানিয়েছে শহরের পুলিশ কমিশনারের বিরুদ্ধেও। গত চারদিন ধরে কলকাতার নগরপালের সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও অনুমতি মিলছে না বলে অভিযোগ । এমন কিছু পুলিশ অফিসার রয়েছেন যারা পক্ষপাতদুষ্ট, তাঁদের বিষয়ে অভিযোগ জানাতে চাওয়া হলেও সৌমেন মিত্র কথা বলতে চাইছেন না, এমনটাই দাবি বিজেপির। এ ছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোট পরিচালনার বিরোধিতা করা হয়েছে । বিষয়টি নিয়ে আগেও একবার আপত্তি তুলেছিল বিজেপি। অভিযোগ জানানো হয়েছে পরিবর্তন যাত্রার ট্যাবলো থেকে এলইডি লাইট চুরি নিয়েও।

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version