Thursday, August 21, 2025

রবিবাসরীয় বাম ব্রিগেডের বক্তা তালিকা চূড়ান্ত, ব্রাত্য গতবারের “চ্যাম্পিয়ন” দেবলীনা!

Date:

“ওদের আমরা ছাড়বক নাই।’’ মাত্র ৮ থেকে ১০ মিনিটের গায়ে কাঁটা লাগানো ক্ষুরধার বক্তব্য। গতবার বামেদের ব্রিগেড শেষে ফেরার পথে কর্মী-সমর্থকদের মুখে মুখে ফিরেছিল জনজাতির টান মাখা এই “ট্যাগ লাইন”। বক্তা, দেবলীনা হেমব্রম। ওই উক্তিতে সেদিন ব্রিগেড মাতিয়ে ছিলেন CPIM-এর রাজ্য কমিটির সদস্য তথা জনজাতি নেত্রী। দেবলীনার সেই ক্ষনিকের ভাষণ এখনও টাটকা। স্বাভাবিকভাবেই রবিবাসরীয় ব্রিগেডের আগে অনেকেই খোঁজ খবর নিতে শুরু করেছেন। এবারও দেবলীনা বলবেন তো? উদ্যোগতাদের ভাসানো উত্তর, এবার ব্রিগেডে বক্তা হিসেবে দেবলীনাকে পাওয়ার সম্ভাবনা নেই। রবিবার জোটের ব্রিগেড। কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের ক্ষেত্রে প্রথম থেকেই দরাজ বামেরা। তা বজায় রয়েছে বক্তাদের তালিকা নির্বাচনের ক্ষেত্রেও। তবে ব্রিগেডের খোলা মাঠে থাকছেন দেবলীনা।

বাংলার হাইভল্টেজ নির্বাচনের আগে “মহাজোট”-এর বক্তাদের তালিকা এবার দীর্ঘ। সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকিরা কনফার্ম। এছাড়া বাম ব্রিগেডের পোডিয়ামের সামনে দাঁড়াতে দেখা যাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমকে। বক্তৃতা করবেন, শরিক দল সিপিআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও লালুপুত্র তেজস্বী যাদব শেষ পর্যন্ত ব্রিগেডে এলে তিনিও যে বক্তার তালিকার শীর্ষে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না।

তবে প্রকাশ্যে না বললেও, বামেদের অনেকেই চাইছে ফের ব্রিগেডের “চ্যাম্পিয়ন” আদিবাসী সম্প্রদায়ের জনপ্রিয় নেত্রী দেবলীন হেমব্রমকে। সঙ্গে থাকুন, নতুন প্রজন্মের ছাত্র-যুব নেতৃত্বের মধ্যে ঐশী ঘোষ, মীনাক্ষী মুখার্জিরা। ফাইনাল লিস্ট তৈরি, তবে পাবলিক ডিমান্ড মেনে শেষ মুহূর্তে বক্তার তালিকায় সংযোজন বা পরিবর্তন হলে অবাক হওয়ার কিছু নেই!

আরও পড়ুন- বাম ব্রিগেডে চমক সেই “টুম্পা সোনা”, দুপুরের মেনুতে রুটি-সবজি

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version