Wednesday, August 20, 2025

অরোরার অবসরের পর মুখ্য নির্বাচন কমিশনার হতে চলেছেন সুশীল চন্দ্র

Date:

Share post:

বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণার সময়ই শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (Sunil Arora) নিজেই বলেছেন তাঁর অবসরের কথা৷ বলেছেন, এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক৷ সাধারণভাবে ভোট ঘোষণার দিন ও ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী কমিশনার। সেই মতোই ভোট ঘোষণার সাংবাদিক বৈঠক তিনি করলেও ফলপ্রকাশের পর সাংবাদিক বৈঠক করবেন অন্য কেউ৷ কারন, ভোটের মাঝখানে, আগামী ১৩ এপ্রিল, মুখ্য নির্বাচন কমিশনার পদে সুনীল অরোরা’র মেয়াদ শেষ হচ্ছে।

১৪ এপ্রিল থেকে তাহলে এই পদে আসছেন কে ?

সব কিছু ঠিকঠাক থাকলে সুনীল অরোরার কাছ থেকে মুখ্য নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিতে চলেছেন বর্তমান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra)। সুশীল চন্দ্র ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (IRS) অফিসার। মহারাষ্ট্র এবং গুজরাতে ডিজি(তদন্ত)-র দায়িত্ব পালন করেছেন তিনি। সুশীল চন্দ্র আগামী বছরেই অবসর নেবেন।

শুক্রবার সাংবাদিক বৈঠক চলাকালীনই দেখা গিয়েছে খানিকটা নস্টালজিক হয়ে পড়েছেন
সুনীল অরোরা৷ তাঁর মায়ের প্রিয় একটি উর্দু শায়ের শোনান তিনি।সাংবাদিক বৈঠক শেষে দেখা যায়, অন্য কমিশনারদের সঙ্গে একের পর এক করমর্দন করছেন অরোরা৷ ওই মঞ্চ কার্যত তাঁর ‘ফেয়ারওয়েল’ মঞ্চে পরিণত হয়।

এদিকে, প্রশ্ন উঠেছে, ৫ রাজ্যের ভোটপর্বের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিতে চলেছেন অরোরা৷ এতে কি কমিশনের কাজ বিঘ্নিত হতে পারে? প্রশাসনিক মহল বলছে, গোটা কমিশন’ই যেহেতু বদলে যাচ্ছে না, তাই বিঘ্নিত হওয়ার প্রশ্নই নেই৷ তাছাড়া এখন নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন৷ তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল সব বিষয়ে৷ অরোরা অবসর নেবেন, তা মাথায় রেখেই ভোট প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ভোট নিয়ে আশঙ্কার কোনও কারন নেই।

আরও পড়ুন:নির্বাচনী ময়দানে রবিবাসরীয় ব্রিগেড জমিয়ে দিতে আজ মহাজোটের “অটুট বন্ধন” তৈরির মহাবৈঠক

Advt

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...