Friday, May 9, 2025

ফের আন্তর্জাতিক স্বীকৃতি মোদির, পরিবেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা

Date:

পরিবেশের উন্নয়নে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।  গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রেনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই তাঁকে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে ‘সেরাউইক’ (CERAWeek)-এর  উদ্যোগে একটি  আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সম্মেলন ভারচুয়ালি হবে। চলবে à§§ থেকে à§« মার্চ পর্যন্ত। সেখানে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবেশ রক্ষা  নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে  পরিবেশরক্ষায় ভারতের ভূমিকা তুলে ধরবেন তিনি।

এদিনই ভারতের খেলনা মেলার ভারচুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব খেলনা কীভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে সে বিষয়টি নিজের বক্তব্যে তুলে  ধরেন তিনি। মোদি বলেন,  ভারতের খেলনা পুনঃব্যবহারযোগ্য এবং পরিবেশের সঙ্গে মানানসই। খেলনা তৈরিতে যে রঙ ব্যবহার করা হয়, সেটাও পরিবেশের ক্ষতি করে না। তাই শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও  এই ভারতীয় খেলনার চাহিদা বাড়ছে।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও মোদির নেতৃত্ব প্রশংসা পেয়েছে। কখনও টুইটারে সবচেয়ে জনপ্রিয় নেতার খেতাব পেয়েছেন তিনি তো কখনও  সম্প্রতি করোনা ভ্যাক্সিন নিয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। মানবিকতার খাতিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছেন কোভিড ভ্যাকসিন। প্রতিবেশীদের পাশে থাকার জন্য প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী ।প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে ওয়াকিবহাল মহল। তারই  মধ্যে এবার পরিবেশে ও শক্তি ব্যবহারের স্থায়ী উন্নয়নে অবদানের জন্য এবার স্বীকৃতি পেতে চলেছেন নরেন্দ্র মোদি।

 

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...
Exit mobile version