Wednesday, November 12, 2025

নিজের দক্ষতা আর যোগ্যতা প্রমাণ করতে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট দিলীপের

Date:

তিনি কতটা দক্ষ, তিনি কতটা যোগ্য তা প্রমাণ করতে এবার উঠেপড়ে লাগলেন দিলীপ ঘোষ। সোস্যাল মিডিয়ায় তা নিয়ে একটি ছবিও শেয়ার করেছেন বিজেপি নেতা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটারে চেপে বাড়ি থেকে নবান্নে যান। আবার ফেরার সময় ব্যাটারি চালিত স্কুটার নিজে চালিয়ে বাড়ি ফেরেন। স্কুটার চালাতে অনভ্যস্ত মুখ্যমন্ত্রীকে তাঁর নিরাপত্তা রক্ষীরা সহযোগিতা করেন। মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদকে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন,মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটার আর সরকার দুটোই চালাতে পারেন না।

কিন্তু তিনি নিজে যে স্কুটার  বা সাইকেল ভালোভাবে চালাতে পারেন এবার তার প্রমাণ দিলেন দিলীপ ঘোষ। তিনি তাঁর ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন। পোস্টটিতে দেখা যাচ্ছে একদিকে ছবি দেওয়া রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটার চালাতে চালাতে কিছুটা হেলে যাচ্ছেন তা সামাল দিচ্ছেন একজন নিরাপত্তারক্ষী। আবার অন্যদিকে যে ছবিটি দেওয়া হয়েছে তাতে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে সাইকেল চালাতে। তিনি শুধু ছবি দিয়ে থেমে থাকেননি। ছবিতে রয়েছে দু’ধরনের ক্যাপশন। মমতার ছবির দিকে লেখা রয়েছে, মমতা সরকার অসহায়তা, অকৃতকার্য বা পরনির্ভরতা। অন্যদিকে লেখা,সোনার বাংলা সরকার , আত্মনির্ভরতা, স্বয়ংসম্পূর্ণতা বা আত্মপ্রত্যয় । দিলীপ ঘোষের এই পোস্টটি প্রচুর  শেয়ার হয়েছে। পড়েছে নানান ধরনের কমেন্ট। কেউ মন্তব্য করেছেন  বেস্ট পিকচার। একজন লিখেছেন ‘ওটাও নাটক , আপনারটাও নাটক। পাবলিককে যতটা বোকা ভাবেন আমরা ততটা না।’ আবার একজন লিখেছেন ই স্কুটি নয়, দিদিকে সবুজ সাথী সাইকেল চালাতে দেখতে ইচ্ছে প্রকাশ করছি। আবার একজন কটাক্ষ করে দিলীপ ঘোষকে লিখেছেন, আপনিও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল করছেন। একজন লিখেছেন বাংলা নিজের ছেলেকে চায়। আবার একজন তাঁকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, একজন মহিলাকে অসম্মান করলেন বাঙালি হিসেবে বুঝে নেব।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version