হাওয়ায় উড়ছে মাঠি, চারিদিকে ধূ ধূ প্রান্তর, লালগ্রহের শুকিয়ে যাওয়া নদীর ব-দ্বীপের ছবি তুলে পাঠাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র রোবট-যান ‘পারসিভের্যান্স’। মঙ্গলের পারিপার্শ্বিক দৃশ্য ক্যামেরাবন্দি করে মঙ্গলযান যে ছবিগুলি ‘নাসা’য় পাঠাচ্ছে তা জুম করে দেখা যায়। নাসার তরফে যে দৃশ্য প্রকাশ করা হয়েছে, তাতে বহু দূরে অবস্থিত পর্বতও স্পষ্ট দেখা যাচ্ছে।

শুধু শুকিয়ে যাওয়া নদীর ব-দ্বীপই নয়, এবড়ো খেবড়ো পাথুরে জমি, আকাশ এ সবই ধরা পড়েছে পার্সির ক্যামেরায়। নাসার প্রকাশিত ‘পারসিভের্যান্স’-এর ছবির দৌলতে ঘরে বসেই সেরে ফেলা যাচ্ছে লালগ্রহ-দর্শন। গত ১৯ ফেব্রুয়ারি লালগ্রহের মাটিতে পা রাখে ‘পারসিভের্যান্স’। অবতরণের সময়ই পাথুরে মঙ্গলপৃষ্ঠের একটি ছবি পাঠিয়েছিল সেটি।








