Sunday, November 16, 2025

ফের বিজ্ঞপ্তি বাতিল, নিয়োগ প্রক্রিয়া স্থগিত হলেও বেতন বন্ধ হবে না প্রাথমিক শিক্ষকদের

Date:

অবশেষেে স্বস্তি। সদ্য চাকরিতে যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধ হচ্ছে না। নতুন নির্দেশিকা জারি করে কাউন্সিল জানিয়ে দিল যে বেতন বন্ধ হচ্ছে না। প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায়  নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের এই নির্দেশের পর ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফে জেলায় জেলায় স্কুল ইন্সপেক্টরদের নতুন নির্দেশিকা পাঠিয়ে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ২০১৪ টেটের নিয়োগের ক্ষেত্রে বেতনের বিল পাঠানো স্থগিত রাখতে হবে।  কিন্তু শেষ পর্যন্ত  সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া  হল। প্রত্যাহারের নির্দেশিকা পৌঁছে গিয়েছে জেলাগুলিতে।

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরি পেয়ে স্বস্তি পেয়েছিলেন হাজার হাজার প্রার্থী। কিন্তু নিয়োগ তালিকায় অস্বচ্ছতার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই প্রক্ষিতে কলকাতা হাই কোর্ট (Calcutta HC) নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তে সঙ্কটে পড়ে গিয়েছিল ১৫ হাজারেরও বেশি প্রার্থীর ভবিষ্যৎ। অনেকেই যোগ দিয়েছিলেন বিভিন্ন স্কুলে। তাঁরা কোনও নির্দেশ না পেয়ে বুধবার পর্যন্তও স্কুলে গিয়েছিলেন। স্কুলগুলির কাছে যোগদান ও বেতন সংক্রান্ত স্থগিতাদেশের পরও কোনও সরকারি নির্দেশ ছিল না। বৃহস্পতিবার এই নির্দেশিকা চলে আসার পর বিষয়টি স্পষ্ট হল সকলের কাছে । উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাউন্সিলের তরফে আগের দিনের বিজ্ঞপ্তিটি যে কার্যকর করা হচ্ছে না, তা জানানো হয়েছে। এই একই নির্দেশিকা পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। ফলে খানিক স্বস্তিতে যোগদানকারী শিক্ষকরা। আপাতত তাঁদের বেতন বন্ধ হচ্ছে না।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version