Friday, November 14, 2025

সাঁতার জানে না, আবার ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন! আব্বাসকে তীব্র কটাক্ষ সিদ্দিকুল্লাহর

Date:

“হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়”- এ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে বলেছিলেন ‘চাষার বেটা’ রেজ্জাক মোল্লা। আর এবার বিধানসভা নির্বাচনের আগে একই ধরনের কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddique) উদ্দেশ্য করে বলেন, “সাঁতার কাটতে পারে না, আবার ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দেখছে!” নাম না করে আইএসএফ (ISF) নেতাকে কটাক্ষ করেন বিধায়ক তথা জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসিকেও হায়দরাবাদের ‘উড়ন্ত পাখি’ বলে কটাক্ষ করেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক। আব্বাস সিদ্দিকির নাম না করে তিনি বলেন, “ফুরফুরা কোনওদিন রাজনৈতিকভাবে ছিল না। উনি পরের হাতে তামাক খাচ্ছেন। হায়দরাবাদ থেকে একজন উড়ে এসেছিলেন। বিজেপিকে সুবিধা করে দিতে অন্য অনেক জায়গায় সেটা করেছেন। বাংলায় হায়দরাবাদের উড়ন্ত পাখির দরকার নেই।” কটাক্ষ করে সিদ্দিকুল্লাহ বলেন, “পাড়ায় ফুটবল খেলার অভ্যাস নেই, মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলতে চায়। পাড়ায় ডোবায় সাঁতার কাটতে পারে না ইংলিশ চ্যানেল জয় করতে চায়।”

তবে, বর্ধমানের একটি সভায় তিনি ঘোষণা করেন, এবারের নির্বাচনে মঙ্গলকোট থেকে আর প্রার্থী হতে চান না। যদিও এবিষয়ে পরোক্ষভাবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দায়ী করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী।তিনি বলেন, “মঙ্গলকোট কেন্দ্রে আর দাঁড়াব না। সর্বোচ্চ নেত্রীকে তা সরাসরি জানিয়েছে। ওখানকার মাটি গরম। মেজাজ গরম। আর বীরভূম থেকে এই গরমটা করা হয়।”

বিজেপিরও সমালোচনা করেন সিদ্দিকুল্লাহ। বলেন,বিজেপি টাকা দিয়ে সব করছে। সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে।

আরও পড়ুন:ভ্যাকসিন নিয়ে মোদির পথে চলুক অন্য দেশও, প্রশংসায় বললেন WHO প্রধান

Related articles

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...

Over rated-Over hyped! অভিষেকের মন্তব্যই মিলে গেল বিহারে পিকে-র দলের ভরাডুবিতে

নির্বাচনের আগে এত লাফালাফি। নিজেকে প্রায় কিং মেকারের ভূমিকায় রেখে প্রচার চালিয়েছিলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)...

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...
Exit mobile version