Sunday, November 16, 2025

সাঁতার জানে না, আবার ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন! আব্বাসকে তীব্র কটাক্ষ সিদ্দিকুল্লাহর

Date:

“হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়”- এ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে বলেছিলেন ‘চাষার বেটা’ রেজ্জাক মোল্লা। আর এবার বিধানসভা নির্বাচনের আগে একই ধরনের কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddique) উদ্দেশ্য করে বলেন, “সাঁতার কাটতে পারে না, আবার ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দেখছে!” নাম না করে আইএসএফ (ISF) নেতাকে কটাক্ষ করেন বিধায়ক তথা জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসিকেও হায়দরাবাদের ‘উড়ন্ত পাখি’ বলে কটাক্ষ করেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক। আব্বাস সিদ্দিকির নাম না করে তিনি বলেন, “ফুরফুরা কোনওদিন রাজনৈতিকভাবে ছিল না। উনি পরের হাতে তামাক খাচ্ছেন। হায়দরাবাদ থেকে একজন উড়ে এসেছিলেন। বিজেপিকে সুবিধা করে দিতে অন্য অনেক জায়গায় সেটা করেছেন। বাংলায় হায়দরাবাদের উড়ন্ত পাখির দরকার নেই।” কটাক্ষ করে সিদ্দিকুল্লাহ বলেন, “পাড়ায় ফুটবল খেলার অভ্যাস নেই, মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলতে চায়। পাড়ায় ডোবায় সাঁতার কাটতে পারে না ইংলিশ চ্যানেল জয় করতে চায়।”

তবে, বর্ধমানের একটি সভায় তিনি ঘোষণা করেন, এবারের নির্বাচনে মঙ্গলকোট থেকে আর প্রার্থী হতে চান না। যদিও এবিষয়ে পরোক্ষভাবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দায়ী করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী।তিনি বলেন, “মঙ্গলকোট কেন্দ্রে আর দাঁড়াব না। সর্বোচ্চ নেত্রীকে তা সরাসরি জানিয়েছে। ওখানকার মাটি গরম। মেজাজ গরম। আর বীরভূম থেকে এই গরমটা করা হয়।”

বিজেপিরও সমালোচনা করেন সিদ্দিকুল্লাহ। বলেন,বিজেপি টাকা দিয়ে সব করছে। সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে।

আরও পড়ুন:ভ্যাকসিন নিয়ে মোদির পথে চলুক অন্য দেশও, প্রশংসায় বললেন WHO প্রধান

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version