Friday, August 22, 2025

বাংলায় ফিরছে বাংলার মেয়ে, পুরনো টুইট সামনে এনে বিজেপিকে বার্তা পিকের

Date:

বিধানসভা নির্বাচনের (WB Election 2021) দিন ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই সামনে এলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
তাঁর নিজেরই এক পুরনো টুইটের কথা মনে করিয়ে দিয়ে বিজেপিকে (BJP) ফের নিশানা করলেন তিনি৷ শনিবার সকালেই গেরুয়া বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে টুইটে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

একুশের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ক্রমেই বঙ্গ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। সেই পরিস্থিতিতেই তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর ফের আসরে৷ গত
ডিসেম্বরে একটি টুইটে আলোড়ন ফেলেছিলেন পিকে৷ বলেছিলেন, ‘দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না। এর থেকে বিজেপি ভালো ফল করলে তিনি নিজের জায়গা ছেড়ে দেবেন’৷ ভোটের দিন ঘোষণার পর সেই পুরনো টুইটকেই মনে করিয়ে ফের টুইট করলেন পিকে।
শনিবার পিকে টুইটারে লিখেছেন, “গণতন্ত্রের অন্যতম বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তাঁদের বার্তা দিতে তৈরি। তাঁরা সঠিক সিদ্ধান্তই জানাবেন।” টুইটের শেষে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর টুইটারে পিকে লিখেছিলেন, “যতই হাইপ হোক না কেন, বাস্তব হল বিজেপি দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে পৌঁছতে পারবে না”। এরপর কার্যত চ্যালেঞ্জ করেই তিনি লিখেছিলেন, “এই টুইটটি সেভ করে রাখুন। যদি বিজেপি এর থেকে ভালো ফল করে, তাহলে এই জায়গা ছেড়ে দেব।”

একুশের ভোটযুদ্ধে পিকে- ম্যাজিক কতখানি কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে তৃণমূল-সহ প্রায় সব রাজনৈতিক পক্ষ।ভোট ঘোষণার পরই যেভাবে পুরনো টুইটের কথা টেনে বিজেপিকে নিশানা করলেন পিকে, তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version