Wednesday, May 14, 2025

বাংলায় ফিরছে বাংলার মেয়ে, পুরনো টুইট সামনে এনে বিজেপিকে বার্তা পিকের

Date:

বিধানসভা নির্বাচনের (WB Election 2021) দিন ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই সামনে এলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
তাঁর নিজেরই এক পুরনো টুইটের কথা মনে করিয়ে দিয়ে বিজেপিকে (BJP) ফের নিশানা করলেন তিনি৷ শনিবার সকালেই গেরুয়া বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে টুইটে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

একুশের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ক্রমেই বঙ্গ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। সেই পরিস্থিতিতেই তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর ফের আসরে৷ গত
ডিসেম্বরে একটি টুইটে আলোড়ন ফেলেছিলেন পিকে৷ বলেছিলেন, ‘দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না। এর থেকে বিজেপি ভালো ফল করলে তিনি নিজের জায়গা ছেড়ে দেবেন’à§· ভোটের দিন ঘোষণার পর সেই পুরনো টুইটকেই মনে করিয়ে ফের টুইট করলেন পিকে।
শনিবার পিকে টুইটারে লিখেছেন, “গণতন্ত্রের অন্যতম বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তাঁদের বার্তা দিতে তৈরি। তাঁরা সঠিক সিদ্ধান্তই জানাবেন।” টুইটের শেষে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর টুইটারে পিকে লিখেছিলেন, “যতই হাইপ হোক না কেন, বাস্তব হল বিজেপি দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে পৌঁছতে পারবে না”। এরপর কার্যত চ্যালেঞ্জ করেই তিনি লিখেছিলেন, “এই টুইটটি সেভ করে রাখুন। যদি বিজেপি এর থেকে ভালো ফল করে, তাহলে এই জায়গা ছেড়ে দেব।”

একুশের ভোটযুদ্ধে পিকে- ম্যাজিক কতখানি কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে তৃণমূল-সহ প্রায় সব রাজনৈতিক পক্ষ।ভোট ঘোষণার পরই যেভাবে পুরনো টুইটের কথা টেনে বিজেপিকে নিশানা করলেন পিকে, তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

Related articles

আন্দামানে ঢুকলো মৌসুমী বায়ু, রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস 

নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে...

দমদমে লাইনচ্যুত বনগাঁ লোকাল, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

হঠাৎ বিপত্তি। দমদম জংশনে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল (Bonga Local)। বুধবার, বেলা ১২টা ১০ নাগাদ ঘটনাটি ঘটে। তবে,...

মুক্ত পূর্ণম কুমার: স্ত্রীকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

পাকিস্তানের সেনার হাতে প্রায় ২০ দিন বন্দি থাকার পরে অবশেষে ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ...

বান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় রহস্যমৃত্যু রিঙ্কুর প্রথম পক্ষের পুত্র সঞ্জয়...
Exit mobile version