Sunday, August 24, 2025

বিজেপি-তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েও মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসকে দুষলেন আব্বাস সিদ্দিকি

Date:

‘ঐক্যের ব্রিগেড’-এর তাল কেটে দিলেন আব্বাস সিদ্দিকি-ই৷ প্রশ্ন উঠে গেলো, কংগ্রেস, বাম এবং ISF-এর ‘সংযুক্ত মোর্চা’, এরপর আর কতখানি ‘সংযুক্ত’ থাকবে, তা নিয়েই৷

ব্রিগেড-মঞ্চে দাঁড়িয়ে ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি যতখানি তেজের সঙ্গে একুশের ভোটেই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন, ঠিক ততটা জোরেই এখনও আসন সমঝোতা না করায় দুষেছেন প্রদেশ কংগ্রেসকে৷ মঞ্চে তখন বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি-সহ অন্যান্য কংগ্রেস নেতারা৷ তাঁদের সামনেই একের পর এক বিমান বসু, মহম্মদ সেলিম-সহ বাম নেতা-কর্মীদের অভিনন্দন জানালেও ভুলক্রমেও নাম নেননি প্রদেশ কংগ্রেসের বা কংগ্রেস নেতাদের৷ আব্বাস আগামী বিধানসভা নির্বাচনে বাম ও ISF প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানালেও, কংগ্রেস প্রার্থীদের বিষয়ে একটি শব্দও খরচ করেননি৷

অধীর চৌধুরির ঠিক পরেই লক্ষ মানুষের সমাবেশে বলতে উঠে আব্বাস সিদ্দিকি কোনও রাখঢাক না করেই সরাসরি তোপ দাগেন কংগ্রেসের দিকে৷
‘সংযুক্ত মোর্চা’ গড়ার কৃতিত্ব এককভাবে সিপিএম তথা বামেদের দিয়ে আব্বাস বলেন, “আপনারা আশ্চর্য হচ্ছেন আমি কেন ISF এবং বামপ্রার্থীদের ভোট দিতে বলছি, কেন কংগ্রেসকে সমর্থন করতে বলছি না ! আমরা নিজেদের হক বুঝে নিতে এসেছি৷ কেউ ব্যথা পেলে আমি ক্ষমা চাইছি, তবুও আমি বলবো, কংগ্রেসের দিকে আমরা হাত বাড়িয়েছিলাম৷ কংগ্রেস এখনও সেই হাত ধরেনি৷ আসন নিয়ে এখনও সমঝোতায় আসেনি৷ আমরা কংগ্রেসের জন্য দরজা খোলা রেখেছি৷ ওরা সমঝোতায় এলে ভালো,আমি কংগ্রেসকেও ভোট দিতে বলবো, সভা করবো”৷

আব্বাস সিদ্দিকি এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “এই ব্রিগেড থেকেই আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার শপথ নিচ্ছি৷ বিজেপি এবং তৃণমূলকে এবার বাংলা থেকে উৎখাত করবোই৷” তিনি বলেন, “এই সমাবেশ দেখে এখন আফশোষ করছেন৷ এই জোট যদি আর এক সপ্তাহ আগে হতো, তাহলে আজ এখানে যত মানুষ এসেছেন, তার ‘ডবল’ করে দিতাম৷ মমতার দুর্নীতিতে অতিষ্ঠ বাংলা৷ আজ শপথ নিন, বাংলা থেকে ‘জিরো’ করে ফেরত পাঠাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ আপনারা ভয় পাবেন না, বাংলার শাসন ক্ষমতা এখন আর তৃণমূলের হাতে নেই৷ ক্ষমতা চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে৷ ভয় পাবেন না, সবাই নির্ভয়ে ভোট দিন ISF এবং বামপ্রার্থীদের”৷

এদিন আব্বাস সিদ্দিকির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা ব্রিগেড যেভাবে গর্জে উঠেছিলো, তাতে রাজনৈতিক মহলে বার্তা গিয়েছে, একুশের ভোটে ‘মেগাহিট’ হতে চলেছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া আব্বাস সিদ্দিকিই৷ মঞ্চে থাকা ফ্রন্ট ও কংগ্রেসের ওজনদার নেতাদের ওই সময় বড়ই নিষ্প্রভ, নিষ্প্রাণ লাগছিলো৷

আরও পড়ুন:নখে কাস্তে-হাতুড়ি-তারা, লাল চুল! অভিনব সাজে ব্রিগেডে শ্রীলেখা

এদিকে আব্বাসের বিতর্কিত ভাষণের পরই কার্যত কার্যত ক্ষিপ্ত প্রদেশ কংগ্রেস ৷ প্রদেশ নেতাদের বক্তব্য, আসন ভাগাভাগির প্রক্রিয়া চলছে৷ কোনও আসন নিয়েই বিনা কারনে আপত্তি জানাচ্ছে না কংগ্রেস ৷ সেই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকির এমন মনোভাব দুর্ভাগ্যজনক৷ নতুন করে অনেককিছু এখন ভাবতে হবে৷

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version