Friday, December 19, 2025

নবান্ন অভিযানে হারানো স্বামীকে খুঁজতে ব্রিগেডে স্ত্রী সরস্বতী

Date:

Share post:

নবান্ন অভিযানে(Nabanna Abhiyan) গিয়ে নিখোঁজ হয়েছিলেন স্বামী। ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দীপক পাঁজার(Dipak panja)। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। হারিয়ে যাওয়া DYFI কর্মী স্বামীকে খুঁজতেই রবিবার ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছিলেন তাঁর স্ত্রী সরস্বতী পাঁজা। মনে একরাশ আশা, চিরকাল বামপন্থায় বিশ্বাস রাখা দীপক হয়ত আসতে পারেন জমজমাট ব্রিগেড(Brigade) ময়দানে।

গত ১২ ফেব্রুয়ারি চাকরি শিক্ষা সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন। বামেদের সেই কর্মসূচিতে যোগ দিতে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন দীপক পাঁজা। তাঁর স্ত্রী সরস্বতীর দাবি অনুযায়ী, ১২ তারিখ সকাল ৯ টায় কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন দীপক। সন্ধেয় প্রতিবেশীরা জানান, ওই যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে কলকাতায় যাওয়া বাকি বাম কর্মীরা ফিরে এলেও ফিরে আসেননি দীপক। কোনওরকম ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ না হয়ে ওঠায় শেষমেষ পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পাশাপাশি, ডিওয়াইএফআই-এর তরফে আদালতে মামলা দায়ের করা হয়। তবে এতকিছুর পরও ওই বাম সমর্থকের কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। এমত অবস্থায় রবিবার ব্রিগেডের সমাবেশ সকলের অলক্ষ্যে উপস্থিত হন দীপকের স্ত্রী সরস্বতী দেবী।

রবিবার বাম, কংগ্রেস এবং আইএসএফ-এর ডাকা ব্রিগেড জনসভা বিপুল জনসমাবেশ হয়। নবান্ন অভিযানের নিখোঁজ দীপক পাঁজার স্ত্রীর মনে আশা ছিল হয়তো কোনওভাবে এই জনসভায় এসে উপস্থিত হবেন তাঁর স্বামীও। জানা গেছে, সেই আশায় বুক বেঁধে এদিন ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছিলেন সরস্বতী। জনসভায় যখন রক্ত গরম করা ভাষণ দিয়ে চলেছেন নেতা-নেত্রীরা, সকলের অলক্ষ্যে তখন হয়তো স্বামীকে খুঁজে চলেছেন সরস্বতী। তবে বিপুল জনসভার মধ্য থেকে স্বামীর দেখা পেয়েছেন কি পাঁশকুড়ার ওই গৃহবধূ? সে উত্তর অবশ্য মেলেনি।

আরও পড়ুন:কাটমানি খাওয়া নেতারাই তৃণমূল থেকে বিজেপিতে, পড়ন্ত ব্রিগেডে চেনা মেজাজে দেবলীনা!

Advt

spot_img

Related articles

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...