ফের অভিমানে আত্মঘাতী ছাত্রী!

ফের অভিমানে ছাত্রীর আত্মঘাতী হওয়ার অভিযোগ। মায়ের বকুনির জেরে অধিক মাত্রায় আয়রন ট্যাবলেট খেয়ে একাদশ শ্রেণির ছাত্রী আত্মহত্যার অভিযোগ উঠল মালদহের (Maldah) চাঁচল থানার অলি বান্দা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম মহবুতন নেশা (Mahbutan Nesha)। তিনি স্থানীয় চাঁচোল রানি দিঘি গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবার সূত্রে খবর, গত শুক্রবার মা সাবিনা পারভিন লেখাপড়া না করার জন্য তাঁকে বকুনি দেন। অভিমানে, বাড়িতে থাকা আয়রনের ৩০ টি ট্যাবলেট (Tablet) খেয়ে নেন মেহবুতন। এরপর পরিবারের লোকেরা তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হলে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার, ভোররাতে মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। মৃত্যুতে শোকের ছায়া ছাত্রীর পরিবার-সহ গোটা গ্রামে।

আরও পড়ুন- বাংলার মাটিতে হিন্দু-মুসলমানের নামে রাজনীতি চলে না, ব্রিগেডে সরব বাম নেতারা