Tuesday, November 11, 2025

শুধুই সরকারি নয়, কৃষিতে বেসরকারি ক্ষেত্রগুলির যোগদানের সময় এসেছে: মোদি

Date:

দেশের অর্থনীতিতে(Indian) কৃষিক্ষেত্রের যোগদান এবং তার উন্নতি সাধনের জন্য সরকারের উদ্যোগ ও কর্মকান্ড সোমবার বাজেট ওয়েবিনারে তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে জানালেন নয়াকৃষি আইন(farm law) দেশের গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে। এর ফলে ১২ কোটি ক্ষুদ্র কৃষক উপকৃত হবে বলেও দাবী করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আগামী দিনে সরকারের লক্ষ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, কৃষকদের সঠিক বাজার দিতে চায় সরকার। তাদের উৎপাদিত ফসল যাতে দ্রুত বাজার পর্যন্ত পৌঁছতে পারে বর্তমানে এটাই সরকারের লক্ষ্য।

এদিনে ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রমবর্ধমান কৃষিক্ষেত্রের মাঝে একবিংশ শতাব্দীতে ভারতে ফসল উৎপাদনের পরবর্তী পর্যায়ে আধুনিকরণ প্রয়োজন বা খাদ্য প্রক্রিয়াকরণে বিপ্লব আনা দরকার। ব্লু এডিশনেরও ভীষণভাবে প্রয়োজন রয়েছে। দু-তিন দশক আগে যদি এই কাজটি করা হত তবে দেশের পক্ষে খুব ভাল হত।’ পাশাপাশি প্রধানমন্ত্রী আরো বলেন, আজ আমাদের কৃষির সমস্ত ক্ষেত্রফল সবজি, মৎস্য, ফল সবকিছুর প্রসেসিংয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এর জন্য প্রয়োজন কৃষকদের নিজের গ্রামের নিকটবর্তী এলাকায় স্টোরেজের আধুনিক সুবিধা তৈরি করা। তিনি বলেন, দেশের কৃষি ক্ষেত্রে প্রসেসিং ফুড আন্তর্জাতিক বাজারে বিস্তার ঘটানোর কথা। গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে ‘এগ্রো ইন্ডাস্ট্রিজ ক্লাস্টার’-এর সংখ্যা বাড়াতে হবে যাতে গ্রামের লোকজন নিজ এলাকায় রোজগারের সুবিধা পায়। বর্তমান সময়ে ‘অপারেশন গ্রিন যোজনা’র মাধ্যমে কৃষকদের রেলের মাধ্যমে তাদের ফল ও সবজি পরিবহনের ক্ষেত্রে ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:মমতাকে সমর্থন জানিয়ে বার্তা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘এগ্রিকালচার সেক্টরে বেশিরভাগ যোগদান সাধারণত সরকারি ক্ষেত্রগুলির। তবে এখন সময় এসেছে এই ক্ষেত্রগুলিতে বেসরকারি ক্ষেত্রে যোগদান বাড়ানোর। কৃষকদের আরো বেশি করে বিকল্প চাষের সুযোগ তৈরি করে দিতে হবে যাতে গম ও চাল উৎপাদন করেই কৃষকরা থেমে না থাকেন।’

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version