Sunday, November 16, 2025

যান্ত্রিক বিভ্রাট, আপাতত স্থগিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো

Date:

যান্ত্রিক বিভ্রাটের জেরে  (due to technical fault )আপাতত স্থগিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া (Dakhineswar-Noapara Metro Service) রুটের মেট্রো। যান্ত্রিক গোলযোগের জেরে সোমবার দুপুর থেকে এই রুটের মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্বোধনের মাত্র ১০ দিনের মাথায় এই বিভ্রাট দেখা দেওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠেছে  নানা মহল থেকে। হঠাৎ করে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন  নোয়াপাড়া ও বরাহনগর, নতুন দুই স্টেশনের যাত্রীরা। যদিও মেট্রোয় যান্ত্রিক গোলযোগ নতুন ঘটনা নয়। মাঝেমধ্যেই যান্ত্রিক গোলযোগের  ঘটনা চলতেই থাকে। যার জেরে বিপর্যস্ত হয় মেট্রো পরিষেবা।

জানা গিয়েছে, এদিন দুপুর পৌনে একটা নাগাদ নোয়াপাড়ার কাছে সিগন্যালিং পয়েন্টে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর পরই ওই রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। মেরামতির কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, কাজ শেষ হলেই ফের দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে মেট্রো চলবে। আপাতত দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৪.১৪ কিলোমিটার বর্ধিত রেলপথ। দুই স্টেশনের মাঝে রয়েছে বরাহনগর স্টেশন। দক্ষিণেশ্বর থেকে সড়কপথে নিউ গড়িয়া স্টেশন পৌঁছতে যেখানে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়, সেখানে মেট্রোয় চেপে মাত্র  এক ঘণ্টা পাঁচ মিনিটে সেই দূরত্বে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। ভাড়াও থাকছে ২৫ টাকাই।  দিনে মোট ৭৯ জোড়া ট্রেন এই রুটে চলাচল করছে। এদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম রুটে  চলছে আরও তিন জোড়া মেট্রো। প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে সকাল সাতটায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ন’টায়।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version