খড়্গপুরে দিলীপ ঘোষকেই প্রার্থী করতে চায় জেলা বিজেপি, জল্পনা রাজ্যজুড়ে

জল্পনাই কি সত্যি হতে চলেছে ?

একুশের ভোটে বঙ্গ-বিজেপির (BJP WB) সভাপতি দিলীপ ঘোষই কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ?

এ প্রশ্ন জোরালোভাবে সামনে এসেছে বিজেপির মেদিনীপুর জেলার সভাপতি শমীক দাস (Shamik Das) সোমবার দলের কেন্দ্রীয় নেতাদের কাছে আসন্ন নির্বাচনে খড়্গপুর -সদর কেন্দ্রে ফের দিলীপ ঘোষকেই (Dilip Ghosh) প্রার্থী করার দাবি জানানোর ঘটনায়৷

এদিন কেন্দ্রীয় বিজেপি নেতারা শমীকবাবুর কাছে তাঁর জেলার সম্ভাব্য প্রার্থী তালিকা চান৷ সঙ্গে সঙ্গে সঙ্গেই শমীক দাস সেই তালিকা তুলে দেন৷ দেখা যায় তালিকায় প্রথম নামই দিলীপ ঘোষের৷ তাঁকে খড়্গপুর -সদর কেন্দ্রের প্রাথী করার সুপারিশ করেছে জেলা বিজেপি৷ দিলীপবাবু ২০১৬-সালে এই কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন৷ পরে ২০১৯-এর লোকসভা ভোটে দলের টিকিটে তিনি মেদিনীপুরে প্রার্থী হন এবং নির্বাচিতও হন৷ পরে খড়্গপুর -সদর কেন্দ্রের উপনির্বাচনে বিজূপি পরাস্ত হয় তৃণমূলের কাছে৷

শমীকবাবু এদিন জোরালো সওয়ালে বলেছেন, দিলীপ ঘোষ প্রার্থী হলে ওই আসন ফিরে পাবে দল৷

এর পরই গেরুয়া অন্দরে এবং বাইরে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই দিলীপ ঘোষই এ রাজ্যে বিজেপির মুখ ? দল জিতলে তিনিই হবেন বাংলার প্রথম ‘গেরুয়া-মুখ্যমন্ত্রী’ ? পাশাপাশি, এই প্রশ্নও উঠেছে, দিলীপবাবু কি আদৌ রাজি হবেন এই কঠিন ভোটে প্রার্থী হতে ? পরে কৈলাস বিজয়বর্গীয়ের অনুরোধে ওই একই কেন্দ্রের জন্য আরও তিনটি নাম জমা দেন শমীক দাস ৷

Advt

 

Previous article“২ মে হিসেব নেবো, পালিয়ে যেও না”, কল্যাণের নিশানায় শুভেন্দু
Next articleতিন বছরের জেল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের