Wednesday, August 27, 2025

কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলের সভায় বোমাবাজি। পাশাপাশি স্থানীয় বিধায়ক হিতেন বর্মনের গাড়ি ভাঙচূর। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

বুধবার শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুবাড়ি এলাকায় সভার আয়োজন করেছিল তৃণমূল। অভিযোগ, ওই সভায় তৃণমূল কর্মীরা মিছিল করে যোগ দিতে যাওয়ার সময় বোমাবাজি করে বিজেপি কর্মীরা। তারা এলাকায় ভাঙচুর চালায় বলেও দাবি তৃণমূলের। স্থানীয় তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের অভিযোগ, ‘‘প্রশাসনিক অনুমোদন নিয়ে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সভা চলাকালীন বিজেপির দুষ্কৃতীরা সভাস্থলে হামলা চালায়। ব্যাপক বোমাবাজি করা হয়। ভাঙচুর করা হয় আমার গাড়ি।’’ এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল। যদিও তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজের বক্তব্য, গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই।

সভায় হামলা চালানোর পাশাপাশি বিধায়ক হিতেন বর্মনের উপর হামলার প্রতিবাদে মাথাভাঙা থানা ঘেরাও করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি পার্থ প্রতিম রায় এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও দোযীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

আরও পড়ুন- শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি, ইঙ্গিত দিলীপের

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version