Monday, November 10, 2025

প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও একাধিক রহস্য রসিকার জৈনের মৃত্যু ঘিরে

Date:

আত্মহত্যাই  করেছেন কলকাতার নামী শিল্পপতি পরিবারের গৃহবধূ রসিকা আগরওয়াল জৈন (Rashika Jain Death Case)। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এমনটাই মনে করছে পুলিশ (Kolkata Police)। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও তেমনটাই অনুমান করছে পুলিশ। কিন্তু তবু রয়ে যাচ্ছে একধিক রহস্য। তাই ইতিমধ্যেই শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৪৯৮ ও ৩৯৬A ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার দিন আলিপুরের ওই অভিজাত পরিবারে ঠিক কী কী ঘটেছিল, তা জানতে বাড়ির প্রতিটি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার দিন অর্থাৎ গত ১৬ ফেব্রুয়ারির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা গিয়েছে, তিন তলার ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন রসিকা জৈন। কেউ যে তাঁকে ঠেলে ফেলে দেয়নি, সেটি সিসিটিভি ফুটেজে স্পষ্ট। তবে রসিকার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন স্বামী কুশল।

কুশল আগরওয়াল মাদকাসক্ত ছিলেন । অতিরিক্ত মদ্যপান করতেন। এমনকী কুশলের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল বলেও খোঁজ মিলেছে। মাদকাসক্ত হয়ে প্রায় দিন রসিকাকে মারধর করতেন কুশল, এমনটাই অভিযোগ রসিকার বাপের বাড়ির । বিয়ের আট মাস পরই বাবার বাড়ি ফিরে আসতে চেয়েছিলেন রসিকা। কিন্তূ পারিবারিক সম্মানের কথা ভেবে দুই পরিবারের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়।

 

পাশাপাশি ভ্যালেন্টাইনস ডের দিন পার্টিতে কি কি হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। কুশলের দিদির সঙ্গে রসিকার একটি ভিডিও চ্যাট পেয়েছে পুলিশ। সেই সূত্র ধরে কুশলের দিদিকে জেরা করত চায় পুলিশ।

in

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version