Friday, August 22, 2025

নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। নিজেই সেকথা জানিয়েছেন তিনি। ১১ মার্চ নন্দীগ্রাম (Nandigram) আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা তাঁর। সূত্রের খবর, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সেই ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে কাকে সমর্থন করবেন শিশির অধিকারী (Sisir Adhikari)? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনীতির অলিন্দ্যে। তবে, সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিশির। তিনি জানান, তিনি এখনও জেলা তৃণমূলের (Tmc) বর্ষীয়ান নেতা হিসেবে আছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে যদি শুভেন্দু অধিকারী প্রার্থী হন তাহলে তিনি কারোর পক্ষই নেবেন না। যদিও দলের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ করেন শিশির অধিকারী। তাঁর অভিযোগ, “প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলেও, আমাকে কিছু জানানো হয়নি।”

শিশির অধিকারীর অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সবাই বুঝতে পারছেন ওঁর হৃদয় কোথায়, আর শরীর কোথায়। তিনি যে দু’পা বাড়িয়েই রয়েছেন, সেটা তাঁর বক্তব্যেই প্রমাণিত।’

শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পরেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে শাসকদলের। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরেছেন শিশির অধিকারী। আমন্ত্রণ পেলেও দলের কোনও কর্মসূচিতেই দেখা যায় না তাঁকে। নিজের অবস্থান স্পষ্ট করেলও, নন্দীগ্রামে তৃণমূলের প্রচার সভা থেকে যদি ছেলেকে আক্রমণ করা হয়, তা হলে ছেড়ে কথা বলবেন না তিনি। সব মিলিয়ে নন্দীগ্রামের ভোটে সবার নজর অধিকারী পরিবারের ভূমিকার দিকে।

আরও পড়ুন:ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে বড়সড় আইইডি বিস্ফোরণ, শহিদ ৩ পুলিশকর্মী

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version