Sunday, August 24, 2025

যেমন হু হু করে বড়ছে গ্যাসের দাম তেমনই সহজ হচ্ছে গ্যাস বুকিং। এলপিজি সিলিন্ডার সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে মোদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা ১ জন ডিলারের বদলে ৩ জন ডিলারের কাছ থেকে গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা কাছের যে কোনও গ্যাসের ডিলারের থেকে সিলিন্ডার নিতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আগে গ্যাস বুকিংয়ের জন্য দেশের বিভিন্ন সার্কেলের জন্য আলাদা আলাদা নম্বর ছিল ৷ তবে এবার থেকে গ্যাস বুকিংয়ের জন্য গোটা দেশের ইন্ডেন গ্রাহকদের জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ ৭৭৭৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে বা এসএমএস পাঠিয়ে গ্যাস বুকিং করা যাবে৷

আরও পড়ুন-৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম, বাড়ছে লোকাল ট্রেনের ভাড়া?

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সেক্রেটারি তরুণ কাপুর জানিয়েছেন, কেন্দ্র রান্নার গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, অল্প কয়েকটি ডকুমেন্টের মাধ্যমেই পেয়ে যাবেন এলপিজি কানেকশন ৷ পাশাপাশি নতুন নিয়মে ঠিকানার প্রমাণ পত্র ছাড়া কানেকশন দেওয়ার যোজনা তৈরি করা হচ্ছে ৷ তিনি আরও জানান, এলপিজি কানেকশন নেওয়ার জন্য ঠিকানার প্রমাণ দেওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু গ্রামীণ এলাকায় ঠিকানার প্রমান পত্র তৈরি করতে সমস্যায় পড়তে হয় মানুষকে। তরুণ কাপুর আরও জানিয়েছেন, গ্রাহকরা ১ জন ডিলারের বদলে ৩ জন ডিলারের কাছ থেকে গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা কাছের যে কোনও গ্যাসের ডিলারের থেকে সিলিন্ডার নিতে পারবেন।

এবছর বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, আগামী ২ বছরে প্রায় এক কোটি মানুষকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার যোজনা তৈরি করছে৷ গত ৪ বছরে ৮ কোটি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে ৷

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version