Thursday, August 21, 2025

অত্যন্ত সুবক্তা এবং বাগ্মী হিসেবে পরিচিত দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বিভিন্ন জনসভায় ও সরকারি অনুষ্ঠানে তাঁর ভাষণ মুগ্ধ হয়ে শোনে জনতা। বক্তৃতার মাধ্যমে মানুষের মন জয় করার যে অদ্ভুত ক্ষমতা নরেন্দ্র মোদির রয়েছে তা এক বাক্যে স্বীকার করেন প্রত্যেকেই। তবে জানেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার পিছনে হাত রয়েছে কাদের? কাদের লেখা ভাষণ পাঠ করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি? সম্প্রতি চমকপ্রদ এই তথ্য প্রকাশ্যে এল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তরফে প্রধানমন্ত্রী দপ্তরের কাছে তথ্য জানার অধিকার আইনে জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর ভাষণের(Prime minister’s speech) পিছনে কাদের হাত রয়েছে। এই প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী দপ্তরের তরফে জানানো হলো এই ধরনের ভাষণ বক্তৃতার পিছনে রয়েছে একটা গোটা টিম। তারা বিভিন্ন জায়গা থেকে নানান তথ্য পরিসংখ্যান জোগাড় করেন। জোগাড় করা হয় বিরোধী নেতা নেত্রীদের ভাষণের ভিডিও। এই সমস্ত তথ্য সংগ্রহের পর তার ওপর ভিত্তি করে তৈরি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার খসড়া। আন্তর্জাতিক মঞ্চে ভাষণ এর ক্ষেত্রেও সেখানকার অনুষ্ঠান সম্পর্কিত নানান তথ্য সংগ্রহ করা হয় ও খসড়ায় যোগ করা হয় যদিও প্রধানমন্ত্রী সেটা ব্যবহার করবেন কিনা তা অবশ্য কেউ জানেন না।

আরও পড়ুন:পাহাড়ের তিন আসন ছেড়ে ২৯১ আসনে আজ তৃণমূলের প্রার্থীতালিকা

জানা গিয়েছে যে কোন মঞ্চে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী যা বলেন তা সম্পূর্ণ নিজের তৈরি করা বক্তব্য। ভাষণ তৈরি করার টিমের দেওয়া তথ্য হয়তবা কাজে লাগান তিনি কিন্তু চূড়ান্ত বক্তৃতায় তিনি তৈরি করেন নিজেই। পাশাপাশি এই বক্তৃতার পিছনে কতজন কাজ করেন এবং কত টাকা খরচ হয় এ প্রসঙ্গে কোনো তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি প্রধানমন্ত্রী দপ্তরের তরফে। উল্লেখ্য স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের প্রধান প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমল থেকেই প্রধানমন্ত্রী বক্তৃতার জন্য খসড়া তৈরি করে দেওয়ার একটি বিশেষ টিম থাকে। যা এখনো বর্তমান। যদিও ইতিহাসের তথ্য অনুযায়ী, জহরলাল নেহেরু নিজের বক্তৃতা নিজেই লিখতেন। এবং প্রতিটি বক্তব্যের জন্য নানান তথ্য সংগ্রহ করে চূড়ান্ত বক্তৃতা তৈরি করতেন নেহেরু।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version