Sunday, November 16, 2025

বাড়ি বাড়ি ঘুরে ভোট সংগ্রহে স্বচ্ছতা থাকবে তো? চিন্তায় প্রশাসন

Date:

একুশের বিধানসভা নির্বাচনে(assembly election) এক নয়া নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। তা হলো বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটাররা এবার বুথে না গিয়ে নিজেদের বাড়িতে বসেই দিতে পারবেন ভোট। আর এই ভোটগ্রহণকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে প্রশাসন(administration)। কোমর বেঁধে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব।

হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার এই জেলায় বিশেষভাবে সক্ষম ও বয়স্ক ভোটারের সংখ্যা প্রায় ৮৫ হাজার। তাদের ভোট সংগ্রহ করার জন্য ৭০৪ টি দল গঠন করা হয়েছে প্রশাসনের তরফে। ভোটের ৬দিন আগে তাদের কাছে পৌঁছে যাবে ব্যালট পেপার(ballot paper)। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাওড়া জেলায় এবার ৬৮ হাজার ভোটারের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ১৭ হাজার। তবে এই ভোট সংগ্রহে স্বচ্ছতা বজায় থাকবে কি? এ প্রসঙ্গে হাওড়া জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, ‘এত মানুষের কাছে পৌঁছে ভোট নেওয়াটা এ বারের অন্যতম চ্যালেঞ্জ। তার আগে যাঁরা বুথে না গিয়ে বাড়িতে থেকেই ভোট দিতে চাইবেন, তাঁদের কাছে পৌঁছে যাবেন ভোটকর্মীরা। সেই কাজও এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে।’ তাঁর কথায়, এই কাজ সম্পন্ন করতে দুজন করে কর্মী নিয়ে মোট ৭০৪টি দল গঠন করা হয়েছে। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক তালিকা তৈরি করে আগামী সপ্তাহ থেকে বিশেষ ১২ ডি ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু হবে। যারা বাড়ি থেকে ভোট দিতে চান তারা ওই ফর্মে সম্মতি জানাবেন। ভোটগ্রহণের ছ’দিন আগে তাঁদের বাড়িতে ভোটকর্মীরা ব্যালট পেপার নিয়ে পৌঁছে যাবেন। সেখানেই ভোট দেবেন সংশ্লিষ্ট ভোটার।

আরও পড়ুন:তৃণমূলের অভিযোগে ভ্যাকসিনের শংসাপত্র থেকে সরছে মোদি-র ছবি

ভোটগ্রহণের স্বচ্ছতা প্রসঙ্গে জেলা প্রশাসন জানিয়েছে, যে ভোটকর্মীরা এই ভাবে বাড়ি বাড়ি ঘুরে ভোটগ্রহণ করতে যাবেন, তাঁদের সঙ্গে থাকবেন এক জন সেক্টর অফিসার ও পুলিশ। ওই সব ভোটদাতার বাড়ি যাওয়ার আগে সেখানকার প্রার্থীদেরও জানিয়ে দেওয়া হবে যে, কোন দিন কত নম্বর বুথে এই ভাবে ভোটগ্রহণ করতে যাওয়া হবে। সেই মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ভোট দেওয়ার সময়ে সেখানে উপস্থিত থাকতে পারবেন। ফলে সমস্ত দলের রাজনৈতিক প্রতিনিধির উপস্থিতিতে ভোটগ্রহণের স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version