Tuesday, November 18, 2025

বামেদের (CPM) নবান্ন অভিযানে এসে নিখোঁজ হয়ে যাওয়া বাম কর্মীকে অবশেষে পাওয়া গিয়েছে। প্রায় এক মাসের মাথায় বালি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে পাঁশকুড়ার এই নিখোঁজ বাম কর্মী দীপক পাঁজাকে (Deepak Panja)। বালি স্টেশন থেকে উদ্ধার হওয়ার সময় তাঁর মানসিক স্থিতি ঠিক ছিল না। বিধ্বস্ত চেহারা ও পোশাকে পাওয়া যায় তাঁকে। আপাতত হাওড়া জেলা সিপিএম-র দলীয় অফিসে তাঁকে রাখা হয়েছে। দ্রুত তাঁকে বাড়ি ফেরানোর তোড়জোড় চলছে।

আরও পড়ুন:তৃণমূলের অভিযোগে ভ্যাকসিনের শংসাপত্র থেকে সরছে মোদি-র ছবি

নবান্ন অভিযানের পর থেকেই নিখোঁজ ছিলেন দীপক পাঁজা। নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েই পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। হেবিয়াস কর্পাসে মামলাও করা হয়। খতিয়ে দেখা হয় শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ। তবে কিছুতেই খোঁজ মিলছিল না তাঁর। দীপকের খোঁজে গত ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সভাতেও চলে এসেছিলেন তাঁর স্ত্রী। যদি খুঁজে পাওয়া যায়, সেই আশায়। রাজ্যের বিভিন্ন এলাকায় নিখোঁজ দীপকবাবুর পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টার চোখে পড়েছিল বালির বাম কর্মী সুখেন দাসের। বালি স্টেশনে ভবঘুরের মত বসে থাকা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তাঁর। কথা বলার পর বুঝতে পারেন, ইনিই সেই বাম কর্মী দীপক পাঁজা যাঁকে খোঁজা হচ্ছে। এরপর দীপকবাবুকে এনে রাখা হয় হাওড়া জেলা সিপিএম কার্যালয়ে। খবর দেওয়া হয়েছে পাঁশকুড়ায় তাঁর পরিবারকেও।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version