মোদির ব্রিগেডেই পদ্মাসনে দিব্যেন্দু ! জল্পনা শিশিরবাবুকে ঘিরেও

তৃণমূলে সম্ভবত আর কিছুক্ষণ ৷

সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ব্রিগেড মঞ্চেই পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ গেরুয়া শিবিরে এমন জল্পনাই তুঙ্গে৷

রবিবারের ব্রিগেডে তৃণমূলের আর এক সাংসদ তথা শুভেন্দু- দিব্যেন্দুর বাবা বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikary) দেখা যাবে বলেও চর্চা চলছে৷ তবে বিজেপির তরফে শিশিরবাবুর বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ হয়তো ‘চমক’ হিসাবে তুলে রাখা হচ্ছে৷ সরাসরি বিজেপিতে যোগ না দিলেও তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়েছেন ‘শান্তিকুঞ্জের’ বড়কর্তা৷ এমনকী, শনিবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসাবে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর শিশিরবাবু স্পষ্ট জানিয়েছেন, “নন্দীগ্রামে জয়ী হবে শুভেন্দু-ই৷

একুশের ভোট কার্যত চমকের ভোটে পরিণত হচ্ছে৷ সূত্রের খবর, রবিবারের ব্রিগেড মঞ্চেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সাংসদ ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)। শোনা যাচ্ছে কোনও কেন্দ্রে প্রার্থীও হতে পারেন দিব্যেন্দু৷

আরও পড়ুন- হাইভোল্টেজ লড়াই: নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু, ডেবরায় মুখোমুখি ভারতী-হুমায়ুন

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি হলদিয়ার নরেন্দ্র মোদির সরকারি অনুষ্ঠানের মঞ্চে ছিলেন দিব্যেন্দু। তাঁকে স্টেজের সামনে দেখে জড়িয়েই ধরেছিলেন মোদি। রাজনৈতিক মহলের কাছে তখনই স্পষ্ট হয়, শুভেন্দুর পথেই হাঁটতে চলেছেন দিব্যেন্দুও৷ ছোটভাই সৌমেন্দু অধিকারী অনেক আগেই যোগ দিয়েছেন বিজেপিতে। গেরুয়া শিবিরের দাবি, দিব্যেন্দু অধিকারীও এবার সামিল হচ্ছেন গেরুয়া-মঞ্চে৷