সুইস ওপেনের ফাইনালে সিন্ধু

সুইস ওপেনের (Swiss Open) ফাইনালে পি ভি সিন্ধু( pv sindhu)। সেমিফাইনালে তিনি হারালেন ড‍্যানিস মিয়াকে। ম‍্যাচের ফলাফল ২২-২০, ২১-১০। ৪৩ মিনিট সময় নেন সিন্ধু স্ট্রেট গেমে ম্যাচটা জেতার জন্য।

ছেলেদের সেমিফাইনালে অবশ্য হেরে গেলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। ভিক্টর অ্যাক্সেলসেনার বিরুদ্ধে ১৩-২১, ১৯-২১ হেরে বিদায় নেন তিনি।

আরও পড়ুন:‘দলের জন্য খেলতে পারার থেকে আনন্দের কিছু হয় না’ ম‍্যাচের সেরা হয়ে বললেন পন্থ, সিরিজ সেরা হয়ে খুশি অশ্বিন