ব্রেকফাস্ট স্পোর্টস

১) চতুর্থ টেস্টে দুরন্ত শতরান ঋষভ পন্থের। ইংল‍্যান্ডের থেকে ৮৯ রানে এগিয়ে ভারত।

২)  মহেন্দ্র সিং ধোনির শূন্যস্থান পূর্ণ করার জন্য পুরোপুরি তৈরি আছেন পন্থ। বলছেন রোহিত শর্মা।

৩) বল ভাল করে দেখে ব্যাট চালিয়ে দাও, এটাই ঋষভ পন্থের ব্যাটিংয়ের মূল মন্ত্র। জানালেন পন্থ।

৪) আইএসএলের প্রথম পর্বের সেমিফইনালে ড্র করল এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি। খেলার ফল ২-২।

৫)শনিবার আইএসএল সেমিফাইনালে নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। জয় চাইছেন হাবাস।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ