Friday, December 19, 2025

হাওড়া দক্ষিণে প্রার্থী অম্বিকার ছোট মেয়ে নন্দিতা, কী বলছে জেলা নেতৃত্ব?

Date:

Share post:

এবারের বিধানসভা নির্বাচনের তৃণমূলের (Tmc) প্রার্থী তালিকায় বেশকিছু চমক রয়েছে তারমধ্যে একটি হল হাওড়া (Howrah) দক্ষিণ কেন্দ্রের প্রার্থী নির্বাচন সেখানে শাসকদল প্রার্থী করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের (Ambika Benarjee) ছোট মেয়ে নন্দিতা চৌধুরীকে (Nandita Chowdhury)। অম্বিকা বন্দ্যোপাধ্যায় হাওড়া কেন্দ্রীয় থেকে পাঁচবার বিধায়ক (Mla) হন। ২০০৯-এ হাওড়া থেকে সাংসদ হন তিনি।

শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ক্রীড়াজগতের সঙ্গেও। মোহনবাগান, শিবপুর ইনস্টিটিউট, সিএবি-র সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। তাঁর কন্যা নন্দিতা চৌধুরী এবিসিএফ (অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন)-এর ট্রাস্টি এবং সভাপতি। এই সংস্থা হাওড়ার পিছিয়ে পড়া এলাকার ক্যান্সার আক্রান্তদের সহায়তা করে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত সমাজসেবী বলে পরিচিত নন্দিতা। কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের হাওড়া জেলার সহ-সভাপতি ছিলেন তিনি। পাঁচ বছর তিনি রাজ্য মহিলা কমিশনের সদস্য ছিলেন।

1982 সাল থেকেই নন্দিতা তাঁর তার বাবা অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন। সেই কারণে রাজনীতির আঙিনা তাঁর কাছে খুবই অপরিচিত। একই সঙ্গে বিভিন্ন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে বিভিন্ন লোককে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সমাজসেবার মনোভাব রয়েছে। এবার তাঁকে হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। নন্দিতা চৌধুরীকে নিয়ে তৃণমূলের অন্দরেও কোনও দ্বিমত নেই। তাঁর জয়ের বিষয়ে আশাবাদী দল।

Advt

spot_img

Related articles

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...