Friday, August 22, 2025

বাংলার বিধানসভা নির্বাচনে বাংলাতেই অনলাইনে মনোনয়ন পেশ করা যাবে না !!

Date:

এবার অনলাইনেও মনোনয়ন পেশ করা যাবে। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে নির্বাচন কমিশন এই ব্যবস্থা রেখেছে। কিন্তু সেখানে শুধুমাত্র হিন্দি এবং ইংরাজিতেি আবেদন করা যাবে। বাংলা ভাষাকে রাখা হয়নি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। suividha.eci.govin লিঙ্কে আবেদন করতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন ঘোষিত হয়ে গিয়েছে। পাঁচ রাজ্যের ক্ষেত্রেই এই বন্দোবস্ত চালু করেছে নির্বাচন কমিশন। যদিও বাকি চার রাজ্যের কোনোটিই  হিন্দিভাষী নয়।   তবে অন্য রাজ্যের প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হিন্দি এবং ইংরাজি ভাষাকে মাধ্যম হিসাবে রাখলেও, বাংলা ভাষাকে রাখা হয়নি। যেখানে বাংলায় প্রায় ৯০ শতাংশ মানুষই বাংলাভাষী। সেখানে বাংলার প্রার্থীদের আবেদন করতে হবে  ইংরাজি বা হিন্দিতে।

 

কেন রাখা হয়নি? তাহলে কি বাংলার বাঙালি প্রার্থীদেরকেও অন্য ভাষায় আবেদন করতে হবে। বাঙালিরা কেন বাংলায় আবেদন করতে পারবেন না? নির্বাচন কমিশনের এই একতরফা সিদ্ধান্তে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করেছেন  সব মহলের মানুষ। কমিশনের কাছে বাংলা জাতীয়তাবাদী সংগঠনের তরফে চিঠি লিখে প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধু  ইংরাজি থাকলে কোনো কথা ছিল না। কিন্তু  হিন্দি কেন? সংগঠনের তরফে জানানো হয়েছে কমিশনকে তিনদিন সময় দেওয়া হয়েছে। তাঁদের দাবি, কমিশন শুধুমাত্র হিন্দি এবং ইংরাজি ভাষা রেখে বাংলা ও বাঙালিকে অপমান করেছেন। বাঙালি জাতির প্রতি এই আচরণ বিদ্বেষমূলক। ই-মেলের মাধ্যমে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছে, তবে কি বাঙালিদের হিন্দি শেখা বাধ্যতামূলক? যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতির জন্য  আপাতত পরীক্ষামূলকভাবে অনলাইনে মনোনয়ন পেশ শুরু হয়েছে। সারা দেশের কথা মাথায় রেখে ইংরাজি ও হিন্দি ভাষা রাখা হয়েছে মাধ্যম হিসাবে। ভবিষ্যতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version