‘বহিরাগত’ নয়, স্থানীয় প্রার্থী চাই’, বিক্ষোভ বিজেপির

বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পরেই মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরিকে (Ramprasad Giri) ‘বহিরাগত’ বলে তাঁর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। তাঁদের বক্তব্য, দরকারে নোটা (NOTA)-তে ভোট দেব, কিন্তু রামপ্রসাদ গিরিকে (Ramaprasad Giri) প্রার্থী হিসেবে মেনে নিতে পারব না’।

নারায়ণগড়ের একসময়ের বিধায়ক ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তবে একুশের নির্বাতনে তিনি প্রার্থী হবেন না। তাঁর পরিবর্তে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন তাপস সিনহা। তৃমমূল থেকে প্রতিদ্বন্দিতা করবেন সূর্যকান্ত অট্টা। তবে বিজেপি প্রার্থী হিসেবে রামপ্রসাদ গিরি-র নাম ঘোষণার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা ‘বহিরাগত’ প্রার্থী রমাপ্রসাদকে তাঁরা প্রার্থী হিসেবে কোনওভাবেই মানবেন না। এমনকি তারা নোটা-তেও ভোট দেওয়ার হুঁসিয়ারি দিয়েছেন। এমনকী তাঁর বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তাঁরা। রমাপ্রসাদকে সরিয়ে নারায়ণগড়ের ভূমিপত্রকে টিকিট দিতে হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।