Sunday, November 9, 2025

অপারেশন থিয়েটরেই ভিডিও কল মারফত আদালতে হাজিরা ডাক্তারের, স্তম্বিত বিচারক

Date:

অপারেশন টেবিলে শুয়ে আছে রোগী।  চলছে অপারেশন। ছুরি, কাঁচি হাতে ভিডিও কল মারফত আদালতে হাজিরা দিলেন ডাক্তার। শুনতে অস্বাভাবিক মনে হলেও, বিষয়টি কিন্তু আদপে সত্যি। ঠিক এরকম চিত্র বাস্তবে দেখা গেল ক্যালিফোর্নিয়ায়। ডাক্তারের দোহাই, রোগীর কথা চিন্তা করেই এমন করেছেন তিনি।

অতিমারির প্রকোপ থেকে দেশকে মুক্ত করতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে। বাড়বাড়ন্ত এতটাই যে স্কুলের গণ্ডি পেরিয়ে তা এখন ডাক্তারের অপারেশন থিয়েটরেও তা পৌঁছে গিয়েছে।  তবে কোনও ডাক্তারই রোগীর ক্ষতি চান না।  তাই গুরুত্বপর্ণ অপারেশন থাকায় ভিডিও কলের মাধ্যামেই হাজিরা দিতে হয় ওই ডাক্তারকে। এমনটাই দাবি তাঁর।

জানা গিয়েছে ট্রাফিক আইন ভাঙ্গার কারণেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ হয়। কিন্তু ওই দিন ছিল গুরুত্বপূর্ণ একটি অপারেশন। তাই রোগীর স্বার্থে অপারেশন থিয়েটর থেকেই হাজিরা দেন ডাক্তার। এপ্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার মেডিক্যাল বোর্ডের তরফে জানা গিয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। ওই ডাক্তারের নাম ডঃ স্কট গ্রিন। অতিমারীর কারণেই তিনি ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডাক্তার  জানান তাঁর সঙ্গে আরও একজন সহযোগী ডাক্তার রয়েছে। ফলে ঝুকির কোন সম্ভবনা নেই। কিন্তু ওই জায়গাতে তার আরও একটি অপারেশন রয়েছে।

অপারেশন টেবিলে নিজের বিশেষ পোশাক পরেই তিনি হাজিরা দিয়েছিলেন। এমনকি শুনানি চলাকালীন অপারেশন থিয়েটারের ভেতরে থাকা বেশ কিছু যন্ত্রপাতির আওয়াজ শোনা গিয়েছিল।ফলে প্রাথমিক ভাবে বিচারকও একটু অবাক হয়েছিলেন। তবে সেটা সামাল দিয়েই বিচারক নিজের রায় দেন।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version