Sunday, November 16, 2025

অপারেশন থিয়েটরেই ভিডিও কল মারফত আদালতে হাজিরা ডাক্তারের, স্তম্বিত বিচারক

Date:

অপারেশন টেবিলে শুয়ে আছে রোগী।  চলছে অপারেশন। ছুরি, কাঁচি হাতে ভিডিও কল মারফত আদালতে হাজিরা দিলেন ডাক্তার। শুনতে অস্বাভাবিক মনে হলেও, বিষয়টি কিন্তু আদপে সত্যি। ঠিক এরকম চিত্র বাস্তবে দেখা গেল ক্যালিফোর্নিয়ায়। ডাক্তারের দোহাই, রোগীর কথা চিন্তা করেই এমন করেছেন তিনি।

অতিমারির প্রকোপ থেকে দেশকে মুক্ত করতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে। বাড়বাড়ন্ত এতটাই যে স্কুলের গণ্ডি পেরিয়ে তা এখন ডাক্তারের অপারেশন থিয়েটরেও তা পৌঁছে গিয়েছে।  তবে কোনও ডাক্তারই রোগীর ক্ষতি চান না।  তাই গুরুত্বপর্ণ অপারেশন থাকায় ভিডিও কলের মাধ্যামেই হাজিরা দিতে হয় ওই ডাক্তারকে। এমনটাই দাবি তাঁর।

জানা গিয়েছে ট্রাফিক আইন ভাঙ্গার কারণেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ হয়। কিন্তু ওই দিন ছিল গুরুত্বপূর্ণ একটি অপারেশন। তাই রোগীর স্বার্থে অপারেশন থিয়েটর থেকেই হাজিরা দেন ডাক্তার। এপ্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার মেডিক্যাল বোর্ডের তরফে জানা গিয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। ওই ডাক্তারের নাম ডঃ স্কট গ্রিন। অতিমারীর কারণেই তিনি ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডাক্তার  জানান তাঁর সঙ্গে আরও একজন সহযোগী ডাক্তার রয়েছে। ফলে ঝুকির কোন সম্ভবনা নেই। কিন্তু ওই জায়গাতে তার আরও একটি অপারেশন রয়েছে।

অপারেশন টেবিলে নিজের বিশেষ পোশাক পরেই তিনি হাজিরা দিয়েছিলেন। এমনকি শুনানি চলাকালীন অপারেশন থিয়েটারের ভেতরে থাকা বেশ কিছু যন্ত্রপাতির আওয়াজ শোনা গিয়েছিল।ফলে প্রাথমিক ভাবে বিচারকও একটু অবাক হয়েছিলেন। তবে সেটা সামাল দিয়েই বিচারক নিজের রায় দেন।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version