Tuesday, August 26, 2025

চৌরঙ্গীতে প্রার্থী করার প্রস্তাব দিয়ে শিখা মিত্রর কাছে শুভেন্দু

Date:

প্রয়াত সোমেন মিত্রর (Late Somen Mitro) বাড়িতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার ব্রিগেড শেষে লাওডন স্ট্রিটে প্রয়াত নেতার ফ্ল্যাটে যান শুভেন্দু। সোমেনপত্নী এবং প্রাক্তন বিধায়ক শিখা মিত্রর (Shikha Mitra) সঙ্গে দীর্ঘ আলোচনা হয় বিজেপির নন্দীগ্রামের প্রার্থীর। মূলত শিখা মিত্রকে গেরুয়া শিবিরে নিয়ে আসার জন্যই শুভেন্দুর এই দৌত্য। শিখা অবশ্য পরিষ্কার জানান, আমি দলবদলের কোনও সিদ্ধান্ত নিইনি।

 

কী কথা হল? শিখা জানিয়েছেন, দীর্ঘক্ষণ অনেক কথাই হয়েছে। সব প্রকাশ্যে বলার জন্য নয়। তবে বিজেপিতে (BJP) যোগ দিয়ে প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

কোথায় প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে? শিখা জানান, বলা হয়েছে আমার পুরনো কেন্দ্র চৌরঙ্গীতে (Chowranghee) প্রার্থী করা হবে। আকর্ষণীয় ও বিস্ময়ের বিষয় হলো, ছাত্র নেতা সজল ঘোষকেও (Sajal Ghosh) বিজেপিতে আনা হয়েছে চৌরঙ্গীতেই প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে।

কিন্তু শিখা মিত্র কী বিজেপিতে যাচ্ছেন? প্রাক্তন বিধায়ক জানান, আসলে আমরা যে রাজনীতি করে এসেছি তার সঙ্গে এই রাজনীতির গতিপথ পুরোপুরি বিপরীত। ফলে ভাবনার জায়গাতেও আনতে সমস্যা হচ্ছে। কোনও সিদ্ধান্ত নিইনি।

শিখা অবশ্য রাজ্য কংগ্রেস (Pradesh Con

gress) নেতৃত্বের উপর তাঁর ক্ষোভ ঢেকে রাখেননি। তাঁর সাফ কথা, কোনও ব্যাপারেই তাঁকে ডাকা হয় না, সিদ্ধান্তের অংশীদারও করা হয় না। জানতেই পারা যায় না। ফলে দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব যে বাড়ছে, তা স্পষ্ট করেছেন প্রকাশ্যেই।

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version