Monday, August 25, 2025

নারী দিবসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মহিলা ব্রিগেডসহ মমতা

Date:

রাজ্যে নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে অনেক আগেই। তারই মাঝে সোমবার আন্তর্জাতিক নারী দিবস(international women day)। এমন দিনে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা ব্রিগেডসহ রাজ পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি চেনা ঢঙে মোদি-শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতেও শোনা গেল তৃণমূল নেত্রীকে। জানালেন, ‘নারী শক্তির অপমান কোনোভাবেই সহ্য করব না।’ পাশাপাশি গোটা দেশে ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে গুজরাটের আমেদাবাদে ও উত্তর প্রদেশ, সেকথা এদিন স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পেট্রোল-ডিজেল(petrol diesel) ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিগত কয়েক দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মহিলা ব্রিগেড সঙ্গে নিয়ে কলেজস্ট্রিট থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন তিনি। বিশাল জনসমাগম সহ তৃণমূলের এই পদযাত্রা শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। নারী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই পদযাত্রায় সামনের সারিতে ছিলেন, তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সায়ন্তিকা, মানালি, সুদেষ্ণা রায়, লাভলি মৈত্র, কৌশানী ও আরও অনেক তারকা। পাশাপাশি ছিলেন তৃণমূল সাংসদ মিমি ও নুসরত জাহান। ডোরিনা ক্রসিংয়ে পদযাত্রা শেষ করার পর চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ চালাতে দেখা যায় মমতাকে।

আরও পড়ুন:১৮ মার্চ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি, প্রচার করবেন পুরুলিয়ায়

জনসভায় বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নারীশক্তিকে অপমান কোনোভাবেই বরদাস্ত করব না।’ পাশাপাশি সরাসরি নরেন্দ্র মোদীর দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, ‘আমি চেয়ারকে সম্মান করি কিন্তু একজন প্রধানমন্ত্রী এমন মিথ্যে কথা বলেন এটা তাজ্জব ব্যাপার। গোটা পৃথিবীতে এমনটা দেখা যায় না।’ জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গেও এদিন সরব হতে দেখা যায় মমতাকে। বলেন, ‘বিনা পয়সায় চাল আর সেই চাল ফোটাতে ৯০০ টাকার গ্যাস কিনতে হচ্ছে মানুষকে।’ এছাড়াও বাংলায় নির্বাচন উপলক্ষে অমিত শাহ নরেন্দ্র মোদির আনাগোনা যেভাবে বেড়ে গিয়েছে সে প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বলেন, ‘আগের দিল্লি সামলান পরে বাংলা সামলাবেন। ২ মে তৃণমূলের দিন হতে চলেছে।’

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version