Wednesday, May 14, 2025

রণবীরের পর করোনা আক্রান্ত সঞ্জয় লীলা বনশালী, কোয়ারেন্টাইনে আলিয়া

Date:

দুপুরেই জানা গিয়েছিল অভিনেতা রণবীর কাপুর করোনায় আক্রান্ত। এবার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল পরিচালক সঞ্জয় লীলা বনশালীর। আপাতত তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। অভিনেত্রী আলিয়া ভাটও সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে। তিনি সঞ্জয়ের সংস্পর্শে আসায় তাঁকেও নিভৃতবাসে যেতে হয়েছে।

জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনশালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁর মা লীলা বনশালীরও কোভিড ১৯ পরীক্ষা করানো হয়। তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি সেলফ কোয়ারেন্টিনেই রয়েছেন। মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির শ্যুটিং করছিলেন বনশালী। তার মধ্যে অসুস্থ বোধ করেন তিনি। এরপর তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, তাঁর সঙ্গে সেই সময় শ্যুটিং করছিলেন আলিয়া। রণবীর ও বনশালী দু’জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় সেলফ কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

আরও পড়ুন-কোভিড আক্রান্ত রণবীর, সোশাল মিডিয়ায় ছেলের অসুস্থতার খবর দিলেন নীতু

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন অভিনেতা অজয় দেবগন। তিনি সম্প্রতি শ্যুটিংয়ে যোগ দিয়েছেন। বনশালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর এই ছবির শ্যুটিংয়ের সঙ্গ যুক্ত সবাই নিভৃতবাসে। এবং করোনা পরীক্ষা করাচ্ছেন।

অভিনেতা রণবীর কাপুর করোনায় আক্রান্ত হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানান তাঁর মা নীতু কাপুর। রণবীর আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। সকাল থেকে সূত্র মারফত খবর মিলছিল অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার। তবে অসুস্থতা সম্পর্কে নিশ্চিত কোনও খবর পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে পোস্ট করে ছেলের অসুস্থতার কথা জানালেন ঋষি-পত্নী নীতু কাপুর। ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনাদের শুভেচ্ছা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। রণবীর কোভিড-১৯ পজিটিভ। ওর চিকিৎসা চলছে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে ও। সমস্ত সাবধানতা মেনে চলছে’।

Related articles

৫২তম প্রধান বিচারপতি পদে বি আর গভাই, শপথের পরে শুনলেন মামলাও

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বি আর গভাই (CJI B R Gavai)। প্রাক্তন প্রধান...

“বিরাট সিদ্ধান্তে” একটুও অবাক হননি সুনীল গাভাসকর

গত সোমবার হঠাত্ই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপর থেকেই হৈচৈ শুরু হয়ে গিয়েছে। বরু প্রাক্তন...

ভারতীয় সেনার অভিযান নিয়ে অপপ্রচার, চিনের সরকারি সংবাদসংস্থার এক্স হ্যান্ডেল ব্লক নয়াদিল্লির 

পাকিস্তানের পর এবার বেজিংকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ভারতীয় সেনার (Indian Army) 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) নিয়ে লাগাতার...

আন্দামানে ঢুকলো মৌসুমী বায়ু, রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস 

নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে...
Exit mobile version